BJP vs TMC: নিশীথের কোচবিহারে ফের বিজেপিতে ধস, মাস্টারস্ট্রোক তৃণমূলের
BJP vs TMC: তৃণমূলে যোগদানের পর মাম্পি জানান, মানুষের উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিনি। বলেন, “বিজেপিতে থেকে সেভাবে উন্নয়নের কাজে সামিল হতে পারছিলাম না। তাই তৃণমূল কংগ্রেসের যোগদান করে দিদির উন্নয়নমূলক কাজকর্ম আমরা সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে পারব।”
কোচবিহার: লোকসভা ভোটে তৃণমূলের বড় জয়ের পর থেকেই লাগাতার ধস নামছে পদ্ম শিবিরে। কোচবিহার উত্তর বিধানসভার ঢানঢিং গুরি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি সরকার দাস কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর আগেও এই অঞ্চলের বিজেপির তিন পঞ্চায়েত সদস্য যোগদান করেছিলেন তৃণমূলে। আজ সেই অঞ্চলের প্রধান মাম্পি সরকার দাস যোগদান করলেন।
তৃণমূলে যোগদানের পর মাম্পি জানান, মানুষের উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিনি। বলেন, “বিজেপিতে থেকে সেভাবে উন্নয়নের কাজে সামিল হতে পারছিলাম না। তাই তৃণমূল কংগ্রেসের যোগদান করে দিদির উন্নয়নমূলক কাজকর্ম আমরা সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে পারব।”
তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান , প্রধান যোগ দেওয়ায় উন্নয়নের কাজ আরও ভালভাবে করা সম্ভব হবে। এমন যোগদান আরও হবে বলে জানান তৃণমূলের জেলা সভাপতি। কোচবিহার কেন্দ্রে নিশীথের পরাজয়ের পর থেকেই একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। ভয় দেখিয়ে পঞ্চায়েত দখল করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসা নিয়েও সুর চড়িয়ে চলেছে পদ্ম নেতারা।