Tufanganj: এলাকার ‘ভোলাভালা’ ছেলেটার বাড়ি থেকে শেষে মিলল এই জিনিস!

Coochbehar: কোচবিহারের তুফানগঞ্জের ১ নং ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সেখানে এক কলেজ ছাত্রের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

Tufanganj: এলাকার 'ভোলাভালা' ছেলেটার বাড়ি থেকে শেষে মিলল এই জিনিস!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 12:21 PM

তুফানগঞ্জ: মঙ্গলবার গভীর রাত। আচমকা শুরু হল হৈচৈ। তখনও কেউ বুঝে উঠতে পারেননি ঠিক কী ঘটেছে। পরবর্তীতে জানা গেল আসল ঘটনা। এলাকারই এক কলেজ পড়ুয়ার বাড়ি থেকে উদ্ধার হয় তাজা বোমা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

ঠিক কী ঘটেছে?

কোচবিহারের তুফানগঞ্জের ১ নং ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সেখানে এক কলেজ ছাত্রের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ এলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি তাজা বোমা।

পরিবার সূত্রে খবর, ওই কলেজ ছাত্রের নাম বিক্রম দাস। পরিবারের দাবি, রাত্রিবেলা একদল দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বাড়ি। তখনই কোনওভাবে বোমাটি পড়ে থাকে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। এই বিষয়ে বিক্রম দাস বলেন, “আমি বাড়ির বাইরে ছিলাম। তারপর আমার বোন আমায় ফোন করে জানায় যে বাড়িতে হামলা চালানো হয়েছে। বোমা ফেটেছে। আমি ছুটে চলে আসি বাড়িতে। এরপর বাড়িতে এসে দেখি ভিড় জমেছে। পুলিশ এসেছে।”