Coochbehar: স্টেডিয়ামের দেওয়াল ভেঙে অভিষেকের রাত্রিযাপন! অভিযোগ উঠতেই তুঙ্গে বিতর্ক

Coochbehar: পঞ্চায়েত ভোটের আগে আগামী ২৬ তারিখ জনসংযোগ কর্মসূচিতে করতে তুফানগঞ্জ শহরের ক্রীড়া সংস্থার মাঠে রাত্রি যাপন করবেন অভিষেক। সেই উপলক্ষে গুরুত্বপূর্ণ ক্রীড়া সংস্থা মাঠের ইটের প্রাচীর ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলছে বিজেপি।

Coochbehar: স্টেডিয়ামের দেওয়াল ভেঙে অভিষেকের রাত্রিযাপন! অভিযোগ উঠতেই তুঙ্গে বিতর্ক
অভিষেকের সভার প্রস্তুতি ঘিরে বিতর্ক (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 1:16 PM

কোচবিহার: ‘তৃণমূলের নব জোয়ার’ কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্ক। অভিযোগ, কোচবিহারের তুফানগঞ্জ স্টেডিয়ামের দেওয়াল ভেঙে তৈরি হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাত্রিযাপনের স্থান। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে আগামী ২৬ তারিখ জনসংযোগ কর্মসূচিতে করতে তুফানগঞ্জ শহরের ক্রীড়া সংস্থার মাঠে রাত্রি যাপন করবেন অভিষেক। সেই উপলক্ষে গুরুত্বপূর্ণ ক্রীড়া সংস্থা মাঠের ইটের প্রাচীর ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলছে বিজেপি। ইতিমধ্যেই মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা দিয়েছে বিজেপির তুফানগঞ্জের শহর মণ্ডল সভাপতি।

এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক উৎপল দাস বলেন, “প্রশাসন এবং তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তুফানগঞ্জবাসী এটা প্রত্যক্ষ করল প্রশাসন রাজ ধর্ম পালন করতে ব্যর্থ। শহরের গুরুত্বপূর্ণ খেলার মাঠের প্রাচীর ভেঙে, তৃণমূলের রাজনৈতিক সভার অনুমতি দিয়েছে প্রশাসন। আমরা বিজেপির তরফ থেকে ধিক্কার জানাই।”

যদিও, বিজেপি-র অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে তুফানগঞ্জ মহকুমা ক্রিয়া সংস্থা সাধারণ সম্পাদক চাঁদ মোহন সাহা জানান,”ক্রিয়া সংস্থার মাঠের সামনের দিকে ইটের প্রাচীর ছিল না। ছিল তার জালির প্রাচীর। তৃণমূলের তরফ থেকে লিখিত আবেদন জানানো হয়েছে ম্যাথ চেয়ে । যেহেতু এই সময় মাঠে কোনও ধরনের খেলা নেই তাই মহকুমা শাসকের অনুমতি নিয়েই সেই মাঠ রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্যে দেওয়া হয়েছে।” তৃণমূলের শহর সভাপতি ইন্দ্রজিত ধর বলেন, “বিজেপি মিথ্যা অভিযোগ করছে। তুফানগঞ্জ মহকুমা ক্রিয়া সংস্থার মাঠে ইটের প্রাচীর ছিল না। সামনের অংশে তার জালি দিয়ে বন্ধ করা ছিল।”

তবে যারা এই মাঠটি ব্যবহার করেন তাঁদের যদিও বক্তব্য অনুষ্ঠানের পর মাঠের গর্তগুলি বুজিয়ে ফেলা একান্ত দরকার।