AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: উত্তরবঙ্গে তৃণমূলে ভাঙন, দল-বদল করে ৪০০ জন তুলে নিলেন কাস্তে-হাতুড়ির পতাকা

CPIM: এবার পঞ্চায়েত ভোটের আগেই তুফানগঞ্জ এর বালাভুতে সংখ্যালঘুদের একটা বড় অংশ ঘাসফুল ছেড়ে ছেড়ে সিপিএমে যোগদান করে চিন্তার ভাঁজ শাসক দলের অন্দরে।

CPIM: উত্তরবঙ্গে তৃণমূলে ভাঙন, দল-বদল করে ৪০০ জন তুলে নিলেন কাস্তে-হাতুড়ির পতাকা
সিপিএম-এ যোগদান (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 4:50 PM
Share

তুফানগঞ্জ: পঞ্চায়েতে (panchayet election) বড়সড় ভাঙন তৃণমূলে (TMC) । পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৪০০-র বেশি গ্রামের মানুষ তৃণমূল ছেড়ে যোগ দিলেন সিপিআইএমে। সাগরদিঘি উপনির্বাচনের পরই শাসকদলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তুফানগঞ্জের বালাভূত। এবার পঞ্চায়েত ভোটের আগে এই বালাভূতের সংখ্যালঘুদের একটা বড় অংশ ঘাসফুল ছেড়ে ছেড়ে সিপিএমে যোগদান করে চিন্তার ভাঁজ শাসক দলের অন্দরে।

রবিবার সিপিএমের একটি কর্মী সভার মধ্য দিয়ে বালাভূত গ্রাম পঞ্চায়েতের সিপিএম নেতা গোলাম সোবানের হাত ধরে বালাভূত গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান সমেত মোট ৪০০ জন পরিবার ঘাসফুল ছেড়ে সিপিএমের যোগদান করে বলে দাবি সিপিএমের। যদিও, যোগদানের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় ব্লক সভাপতি প্রদীপ বসাকের। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান এদিন জানান, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আমি ও গ্রামের মোট ৪০০ জন এদিন তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদান করেছি। বালাভূতের মোট ১৬ টা পঞ্চায়েতে সিপিএম প্রার্থী দেবে। পঞ্চায়েতে আমরাই জয়ী হব।”

যদিও পাল্টা তুফানগঞ্জ ১ ( বি ) তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ বসাক জানান, “যোগদানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সিপিএম এমন কোনও কর্মকাণ্ড করেনি যাতে মানুষ সিপিএমের প্রতি ঝুঁকবে। আসলে মিজানুর রহমানকে দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হয়েছে।”