Cooch Behar: নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে ‘খুন’, তুলকালাম তুফানগঞ্জে

Cooch Behar: পরিবারের সদস্যরা তুফানগঞ্জ হাসপাতালে পৌঁছলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, ওই কিশোরের দেহে আগুনে পড়ানো লোহার রড দিয়ে বেধড়ক মারধরের চিহ্ন রয়েছে।

Cooch Behar: নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে 'খুন', তুলকালাম তুফানগঞ্জে
মৃত কিশোরের আত্মীয়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 12:46 PM

কোচবিহার: নেশা মুক্তি কেন্দ্রে এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ। তুলকালাম তুফানগঞ্জে। শুক্রবার তুফানগঞ্জ শহর লাগোয়া অন্দরানফুলবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দরিয়াবালাই এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাইফুল আলি (১৭)। তাঁর বাড়ি তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের দোলমেলার মাঠ এলাকায়।

জানা গিয়েছে, সাইফুল মদ,গাঁজার নেশায় আকৃষ্ট হয়ে পড়েছিল। পরিবারের লোকজন পরে স্থানীয় একটি নেশা মুক্তি কেন্দ্রে তাঁকে রেখে আসেন। শুক্রবার সকালে সেই কেন্দ্র থেকে ওই কিশোরের পরিবারকে ফোন করা হয়। জানানো হয় সাইফুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

পরিবারের সদস্যরা তুফানগঞ্জ হাসপাতালে পৌঁছলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, ওই কিশোরের দেহে আগুনে পড়ানো লোহার রড দিয়ে বেধড়ক মারধরের চিহ্ন রয়েছে। দেহের একাধিক জায়গায় ক্ষত রয়েছে।

বেধড়ক মারেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। এলাকায় খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ওই নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় জনতা। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় তুফানগঞ্জ থানার বিশাল বাহিনী। এখনও পর্যন্ত নেশামুক্তি কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হোমের যে’কজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদেরও এখনও কোনও খোঁজ মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।