Cooch Behar: নদীর চরে এসেছিলেন গরু চরাতে, পড়ে থাকা ৩ ব্যাগে নজর পড়তেই চোখ কপালে

Cooch Behar: এদিন দুপুরে স্থানীয় বাসিন্দা খিতেন বর্মন ঘাস কাটতে এসে নদীর চরে তিনটি ব্যাগ দেখতে পান। তারপরই তিনি তা স্থানীয় বাসিন্দাদের জানান। খবর যায় পুলিশে। পুলিশকে জানালে মাথাভাঙা থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা থানায়।

Cooch Behar: নদীর চরে এসেছিলেন গরু চরাতে, পড়ে থাকা ৩ ব্যাগে নজর পড়তেই চোখ কপালে
চাপা উত্তেজনা এলাকায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 5:18 PM

মাথাভাঙা: একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মাথাভাঙায়। এদিন মাথাভাঙা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পচাগর এলাকার ধরধরা নদীর চরে তিনটি তিনটি ব্যাগে ব্যাগে ১৮ টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনার খবর চাউর হতেই আশপাশের একাধিক গ্রামে শোরগোল পড়ে যায়। অনেক উৎসুক মানুষই আবার নদীর পাড়ে বোমা দেখার জন্য ভিড় জমাতে আসেন।

সূত্রের খবর, এদিন দুপুরে স্থানীয় বাসিন্দা খিতেন বর্মন ঘাস কাটতে এসে নদীর চরে তিনটি ব্যাগ দেখতে পান। তারপরই তিনি তা স্থানীয় বাসিন্দাদের জানান। খবর যায় পুলিশে। পুলিশকে জানালে মাথাভাঙা থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা থানায়। উল্লেখ্য, এর আগেও এই দক্ষিণ পচাগরে প্রচুর বোমার উদ্ধার করে মাথাভাঙা থানার পুলিশ। ওই ঘটনাতেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল এলাকায়। 

ঘটনায় এলাকার বাসিন্দা খিতেন বর্মণ বলেন, আমি তো ঘাস কাটতে এসেছিলাম। তারপর গরুগুলো আনতে যাওয়ার কথা ছিল। তখনই দেখি ওই জায়গায় তিনটে ব্যাগ পড়ে আছে। কাছে যেতেই দেখি ভিতরে বোমার মতো কিছু রয়েছে। তখনই আমি আমার গ্রামের বেশ কয়েকজনকে ডেকে নিয়ে আসি। তপন, সাগর, বাপি ওরা সবাই আসে। বাপিই শেষে থানায় খবর দেয়। পুলিশ এসে ১৮টা বোমা উদ্ধার করেছে।