উদয়ন গুহের ওপর ‘হামলা’ প্রতিবাদে বনধ, তার মধ্যেও উত্তপ্ত দিনহাটা
দিনহাটায় (Dinhata) উদয়ন গুহর (Udayan Guha) ওপর হামলার জের। প্রতিবাদে দিনহাটা জুড়ে চলছে বনধ। বন্ধ দোকানপাট, বাজার ।
কোচবিহার: দিনহাটায় (Dinhata) উদয়ন গুহর (Udayan Guha) ওপর হামলার জের। প্রতিবাদে দিনহাটা জুড়ে চলছে বনধ। বন্ধ দোকানপাট, বাজার । সকাল থেকেই জায়গায় জায়গায় পুলিশের টহল চলছে। ফাঁকা দিনহাটার চৌপথি এলাকা। তবে তারই মধ্যে তৃণমূল (TMC) কর্মীদের ওপর ফের হামলার অভিযোগ উঠল।
তবে বনধের মধ্যেও উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। তৃণমূলের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । দিনহাটার মহেশের হাট এলাকায় কয়েকজন তৃণমূল কর্মীর ওপর সকালে হামলা হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহতরা হাসপাতালে ভর্তি। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সবটাই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে দাবি করেছে বিজেপি।
বৃহস্পতিবার রাতেও দিনহাটার বিভিন্ন গ্রামে চলে ব্যাপক বোমাবাজি। গত বৃহস্পতিবার দিনহাটার দুটি ক্লাবে ভাঙচুর হয়। তার মধ্যে বয়েজ ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় গতকাল উদয়ন গুহ ওই ক্লাবে যান। বিজেপির নেতা অজয় রায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অজয় রায়কে চড় মারেন বলে অভিযোগ। এরপর ক্লবের সদস্যদের হতেই আক্রান্ত হন তিনি। মারধরে ভেঙে যায় উদয়ন গুহর হাত। চোট লাগে তাঁর দেহরক্ষীরও।
যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, “রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত আমাদেরই কর্মী। এই ঘটনায় বিজেপি কোনওভাবেই জড়িত নয়। এটা তৃণমূলের অভ্যন্তরিণ গণ্ডগোলের জের।” ঘটনার প্রতিবাদে শুক্রবার ৩০ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল।