Cooch Behar TMC: পঞ্চায়েত নির্বাচনে দাঁত উপড়ে নেওয়ার নিদান, বিতর্কিত মন্তব্য তৃণমূলের প্রাক্তন সাংসদের

Cooch Behar TMC: এমনিতেই দুর্নীতি ইস্যুতে বিদ্ধ হয়েছে শাসকদল। তারপর অতি সম্প্রতি করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় কাঠগড়ায় রাজ্য সরকার।

Cooch Behar TMC: পঞ্চায়েত নির্বাচনে দাঁত উপড়ে নেওয়ার নিদান, বিতর্কিত মন্তব্য তৃণমূলের প্রাক্তন সাংসদের
ভেটাগুড়িতে তৃণমূলের প্রাক্তন সাংসদের বিতর্কিত মন্তব্য
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 11:52 AM

কোচবিহার: “পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করতে এলে দাঁত উপড়ে নেবেন।”  এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রাক্তন তৃণমূল সাংসদ। কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মেলনের এক অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান ও প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় এহেন মন্তব্য করেন।

প্রাক্তন সাংসদ বলেন, “এই ভেটাগুড়ির মাটিতে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলে যাই, কেউ যদি পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে, বোমা-বন্দুকের রাজনীতি করার চেষ্টা করে, তার দাঁত উপড়ে ফেলতে হবে। সে যেই হোক না কেন। ২৩এর পঞ্চায়েত নির্বাচনের ওপর ভিত্তি করে ‘২৪ এর নির্বাচনে লোকসভায় পুনরুদ্ধার করতে হবে। যে বিশ্বাসঘাতকতা করেছে মানুষের সঙ্গে, তাঁর সঙ্গে রাজনৈতিক ভাবে লড়তে হবে।”

এমনিতেই দুর্নীতি ইস্যুতে বিদ্ধ হয়েছে শাসকদল। তারপর অতি সম্প্রতি করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় কাঠগড়ায় রাজ্য সরকার। শাসকদলের বিরুদ্ধে পথে নেমেছে বাম-বিজেপি বিরোধী শিবির। পথে বুদ্ধিজীবীদেরও একাংশ। এই পরিস্থিতিতে শাসকদলেরই এক নেতার এহেন মন্তব্যে যথেষ্টই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

সামনে পঞ্চায়েত নির্বাচন। অতি সম্প্রতি উত্তরবঙ্গ সফর সেরে এসেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দিকে দিকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হচ্ছে। এর আগে একাধিক এহেন অনুষ্ঠান থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে দলীয় কর্মীদের অত্যন্ত নমনীয় থাকার বার্তা দিতে দেখা গিয়েছে। সৌগত রায়, রথীন ঘোষ, পূর্ণেন্দু বসুরা কার্যত স্বীকার করে নিয়েছেন, যে দলের একাংশ দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই জনগণ যদি কিছু বলেন, তা মাথা পেতে নিতে হবে, প্রয়োজনে মানুষকে বোঝাতে হবে। তবে ঘুরে দাঁড়ানোরও বার্তা দিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে এই তৃণমূল নেতার বক্তব্য যথেষ্টই হিংসাত্মক বলে অভিযোগ করছেন বিরোধীরা।

উল্লেখ্য, এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানটি যেখানে হয়েছে, সেটি নিশীথ প্রামাণিকের খাস তালুক ভেটাগুড়ি। পার্থ প্রতিম রায় ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-সহ অন্যান্যরা । প্রসঙ্গত, কিছুদিন আগে উদয়ন গুহও বিরোধীদের হাঁটু ভাঙার নিদান দিয়েছিলেন। বিতর্কের পরও নিজের মন্তব্যে অনড় ছিলেন তিনি।