WB Panchayat Election 2023: গলা কেটে নেওয়ার হুমকি! ঘুঘুমারিতে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে পোস্টার ঘিরে চাঞ্চল্য

ঘুঘুমারিতে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে হুমকি পোস্টার। সেই পোস্টারে গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে গেলে গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে সেই পোস্টারে। এই পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়।

WB Panchayat Election 2023: গলা কেটে নেওয়ার হুমকি! ঘুঘুমারিতে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে পোস্টার ঘিরে চাঞ্চল্য
ঘুঘুমারিতে হুমকি পোস্টার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 8:11 AM

ঘুঘুমারি: পঞ্চায়েত নির্বাচন ঘিরে বেলাগাম হিংসা সাক্ষী রয়েছে গ্রাম বাংলা। ভোটের দিনেও হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক জন। বোমাবাজি, গুলি চালনা, ছাপ্পা ভোট, ব্যালট লুটের মতো অভিযোগ তো রয়েইছে। এই আবহেই রাজ্যের ৬৯৬টি বুথে সোমবার শুরু হল পুনর্নির্বাচন। এর মধ্যে কোচবিহারের ৫৩টি বুথেও হবে রিপোল। পুনর্নির্বাচনের আগে হুমকি পোস্টার পড়ল বিজেপি প্রার্থীর বাড়ির সামনে। কোচবিহারের ঘুঘুমারিতে পড়েছে এই পোস্টার। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

ঘুঘুমারিতে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে হুমকি পোস্টার। সেই পোস্টারে গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে গেলে গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে সেই পোস্টারে। এই পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়।

ঘুঘুমারি অঞ্চলের ১৫৬ নম্বর বুথ বসেররহাট এলাকার পঞ্চায়েত প্রার্থী হয়েছেন রেশমি দে ভৌমিক। তাঁর বাড়ির সামনেই এই পোস্টার পড়েছে। এই ঘটনায় অভিযোগের তির শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।