Partha Chatterjee on Bappi Lahiri: ‘অতি ছোটবেলার বন্ধু হারালাম’, বাপ্পি লাহিড়ির স্মৃতিচারণায় বললেন পার্থ
Partha Chatterjee on Bappi Lahiri: বাপ্পি লাহিড়ির স্মৃতিচারণ করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, তাঁর বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বাপ্পি লাহিড়ির বাবা অপরেশ লাহিড়ি।
ঝাড়গ্রাম : মঙ্গলবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বুধবার সকালেই এল আরও এক খারাপ খবর। চলে গেলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। গানের জগতে আরও এর নক্ষত্র পতন। মুম্বইতে তাঁর জনপ্রিয়তা বেশি হলেও তাঁকে ঘিরে বাঙালির আবেগ কিছু কম নয়। বাংলাতেই কেটেছে তাঁর ছেলেবেলা। বুধবার তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, এক অতি ছোটবেলার বন্ধু চলে গেল। খুব ছোটবেলায় লাহিড়ি পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও জানিয়েছেন পার্থ।
এ দিন ঝাড়গ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার যে জায়গায় তিনি জন্মেছেন, সেখানে তাঁর বাড়ির কাছেই বাড়ি ছিল বাপ্পি লাহিড়ির। স্মৃতিচারণা করতে গিয়ে পার্থ উল্লেখ করেন, খুব সুন্দর তবলা বাজাতেন বাপ্পি লাহিড়ি।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমার মামা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গানই অপরেশ লাহিড়ি গাইতেন। সেই সূত্রে তাঁদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা। তারপর আমরা নাকতলা চলে যাই। ওরা অন্য জায়গায় চলে যায়।’ পরে সঙ্গীতকার হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দু- একবার দেখা হয়েছে বাপ্পি লাহিড়ির। এ দিন খবরটা শুনেই মন খারাপ হয়ে যায় তাঁর। পার্থ বলেন, পরিবারের একজন চলে গেল। অতি ছোটবেলার, না বোঝার সময়ের একজন বন্ধু হারিয়ে গেল।
দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ি। সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। কিন্তু মঙ্গলবারই ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মধ্যরাতের কিছু সময় পরে তাঁর মৃত্যুর হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকেই তাঁর মৃত্যুর কারণ হিসাবে জানানো হয়েছে।
১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন বাপ্পি। তাঁর মা-বাবা বাঁসুরি লাহিড়ি ও অপরেশ লাহিড়িও সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীত ও শ্যামা সঙ্গীতের পরিবেশে বড় হয়েছিলেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকেই তবলা শিখতে শুরু করেছিলেন বাপ্পি লাহিড়ি। ১৯ বছর বয়সে তিনি মুম্বই পাড়ি দিয়েছিলেন, ১৯৭৩ সালে তিনি প্রথম সঙ্গীত নির্দেশনা করেন। এরপরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
আরও পড়ুন : Dilip Ghosh: চার পুরনিগমে কেন ভরাডুবি? দলের অন্তর্কলহ নাকি অন্য কিছু! ব্যাখ্যা দিলেন দিলীপ
আরও পড়ুন : Weather Update: ফের বৃষ্টির উপদ্রব! পশ্চিমী ঝঞ্ঝা-উচ্চচাপ বলয়ের জোড়া ফলা… এই দিনগুলিতে ছাতা নিতে ভুলবেন না