Sukanta Majumdar: ‘শূন্য গোয়াল করে দেব’, তৃণমূলকে খোঁচা সুকান্তর
Sukanta Majumdar: তিনি আরও বলেন, "বিজেপির কর্মীদের ওপর অত্যাচার হলে বিজেপি বসে থাকবে না। এই সরকারের যাওয়ার সময় হয়ে গিয়েছে।" সুকান্তর কটাক্ষ, "তৃণমূল এখন আর বলে না খেলা হবে। কারণ এবার আমরা খেলব।"
কোচবিহার: “ভদ্রলোক হয়ে যাও, নাহলে শূন্য গোয়াল করে দেব। দুষ্টু গরুদের চেয়ে শূন্য গোয়াল ভাল। ” কোচবিহারের তুফানগঞ্জে দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “তৃণমূলের গুন্ডাদের বলছি, ভদ্রলোক হয়ে যাও। না হলে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। শূন্য গোয়াল করে দেব।” সামনেই পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠছে। তা নিয়ে সরব হন বিজেপি নেতৃত্ব। তুফানগঞ্জে সুকান্ত মজুমদার বলেন, “সবাইকে যে বিজেপি করতে হবে, তেমনটা নয়। আপনি যে দলই করুন, সঠিকভাবে করুন। শুধরে যান। তা না হলে শূন্য গোয়াল করে দেব।” তিনি আরও বলেন, “বিজেপির কর্মীদের ওপর অত্যাচার হলে বিজেপি বসে থাকবে না। এই সরকারের যাওয়ার সময় হয়ে গিয়েছে।” সুকান্তর কটাক্ষ, “তৃণমূল এখন আর বলে না খেলা হবে। কারণ এবার আমরা খেলব।”
তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকেও কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। পুলিশকে সঙ্গে নিয়ে কেন কোনও রাজনৈতিক দলের কর্মসূচি হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সুকান্তর কথায়, ” আগে তৃণমূল বলতো খেলা হবে। আজ খেলার সখ মিটে গিয়েছে।”
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিভিন্ন ইস্যুতে বিদ্ধ শাসকদল। এর মধ্যে জনসংযোগ যাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ও গোষ্ঠীকোন্দলেরও অভিযোগ উঠছে। সেই বিষয়গুলোকেও কটাক্ষ করেন সুকান্ত। তিনি তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ সম্পর্কে বলেন, “রবীন্দ্রনাথ ঘোষের দেহের যে করোনা ভ্যাকসিন নিয়ে ঘুরছেন সেটি মোদীর দেওয়া।” যদিও এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য, “সুকান্ত মজুমদার অর্ধ শিক্ষিত লোক । ভ্যাকসিন দিয়েছে কেন্দ্রীয় সরকার । মোদী সাহেব নিজের পকেট থেকে টাকা দিয়ে ভ্যাকসিন দেননি। আমাদের ট্যাক্সের টাকায় এসব হয়েছে। অর্ধ শিক্ষিতদের কথার জবাব দিতে চাই না।”