Mamata Banerjee: ‘বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল, আমরা ধরে দিয়েছি’, বাংলায় জঙ্গি যোগের তত্ত্ব ওড়ালেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee on Terrorist Arrest: এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "লোকগুলো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু'ঘণ্টা লুকিয়ে ছিল। দু'ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি।"
কোচবিহার: বাংলা থেকে গ্রেফতার বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে (Bengaluru Cafe Blast) দুই অভিযুক্ত। কলকাতার উপকণ্ঠ থেকেই এনআইএ (NIA) গ্রেফতার করেছে দুই জঙ্গিকে। আর জঙ্গি গ্রেফতারির পরই সুর চড়িয়েছে বিরোধীরা। বিঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারকে। এই নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বললেন, “লোকগুলো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি।”
এ দিন কোচবিহারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকগুলি তো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। সেখানে বলছে বাংলা সেফ নয়। তোমার দিল্লি সেফ? উত্তর প্রদেশ সেফ? গুজরাট সেফ? বাংলার মানুষ শান্তিতে থাকে, সেটা সহ্য হয় না।”
প্রসঙ্গত, শুক্রবার সকালেই এনআইএ দিঘার হোটেল থেকে গ্রেফতার করে আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিবকে। এরা দুইজনই গত ১ মার্চ বেঙ্গালুরুতে হওয়া রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত। বিস্ফোরণের পর থেকেই গায়েব ছিল দুইজন। গোপন সূত্রে খবর পেয়েই এদিন অভিযান চালায় এনআইএ। তদন্তে সহযোগিতা করে পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্নাটক ও কেরল পুলিশও। জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত পরিচয় গোপন করে কলকাতার কাছেই লুকিয়ে ছিল।