Lovers Body Found: বয়স কম, প্রেম পরিণতি পাবে কি না কে জানে… একই দড়িতে ঝুলছে দুই দেহ

Body Found: নয়ারহাট গ্রামপঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগরিবাড়ি এলাকা। রবিবার সকালে খাগরিবাড়ি থেকেই উদ্ধার হয় ফাঁস লাগানো যুগলের দেহ।

Lovers Body Found: বয়স কম, প্রেম পরিণতি পাবে কি না কে জানে... একই দড়িতে ঝুলছে দুই দেহ
মাথাভাঙায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 7:53 PM

কোচবিহার: নাবালিকা প্রেমিকা। প্রেমিকও সবে কুড়ির কোঠায়। সূত্রের খবর, পরিবার এই সম্পর্ক মানতে চায়নি। তাই একইসঙ্গে নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। রবিবার কোচবিহারের মাথাভাঙা থেকে উদ্ধার হয় দু’জনের দেহ। এই ঘটনা ঘিরে শোকের ছায়া মাথাভাঙার নয়ারহাটে। নাবালিকার পরিবারের দাবি, শনিবার দিনভর ঘরেই ছিল মেয়ে। সন্ধ্যা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর বন্ধু, আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ চলে। কোথাও কেউ খবর দিতে পারেনি। গভীর রাত পর্যন্ত খোঁজ খবর করে মেয়ে পায়নি পরিবার। ঠিক করে ভোরের আলো ফুটলে পুলিশের দ্বারস্থ হবে। কিন্তু তার আগেই খবর আসে, মেয়ের দেহ উদ্ধার হয়েছে। সঙ্গে এক যুবকেরও। মাথাভাঙা থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

নয়ারহাট গ্রামপঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগরিবাড়ি এলাকা। রবিবার সকালে খাগরিবাড়ি থেকেই উদ্ধার হয় ফাঁস লাগানো যুগলের দেহ। একই দড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল তারা। এলাকার লোকজন সেই দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, নাবালিকার বয়স ১৬ বছর। ছেলেটি ২০ বছর বয়সী। একই এলাকায় বাড়ি তাদের। স্থানীয় সূত্রে খবর, নাবালিকা মেয়ের বিয়ে দিতে রাজি ছিল না পরিবারের লোকেরা। এরইমধ্যে এই ঘটনা ঘটেছে।

নাবালিকার এক আত্মীয় জানান, “দিনভর বাড়িতেই ছিল মেয়ে। সন্ধ্যা নাগাদ দেখি ও ঘরে নেই। অনেক খোঁজ করি। পাড়া প্রতিবেশীর বাড়িতে যাই। কোথাও পাইনি। বেশ কয়েকজন আত্মীয়র বাড়িতেও যাই। রাতভর খুঁজেছি। এরপর ভেবেছিলাম সকাল হলেই পুলিশকে জানাব। এরই মধ্যে খবর আসে ওরা দু’জনই আত্মহত্যা করেছে। আমাদের বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। ওদের প্রেমেরই সম্পর্ক ছিল বলে মনে করছি।”

আরও পড়ুন: West Bengal Weather Update: সাত জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, শুধু কষ্ট নয়, বিপদের আশঙ্কায় চিকিৎসকরা

আরও পড়ুন: Maldah Blast: কালিয়াচকে বিস্ফোরণে জখম ৫ শিশু, পাশেই তৃণমূল নেতার জমি থেকে উদ্ধার প্রচুর বোমা