Corona Cases Lockdown News: ৭৮ দিন পরে বঙ্গে দৈনিক মৃত্যু নামল ২৫-এর নীচে, সুস্থতার হার বেড়ে হল ৯৭.৫১ শতাংশ
COVID-19 Live Update: দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১-এ। মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২।
দেশে ফের কিছুটা কমল করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ হাজার ৩৮৪ জন।
এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১-এ। মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
৭৮ দিন পরে বঙ্গে দৈনিক মৃত্যু নামল ২৫-এর নীচে, সুস্থতার হার বেড়ে হল ৯৭.৫১ শতাংশ
দু’দিন পর ফের স্বস্তি দিয়ে ফের একবার ১৫০০-এর নীচে নামল রাজ্যের দৈনিক সংক্রমণ। একই সঙ্গে দীর্ঘ ৭৮ দিন আবারও দৈনিক মৃত্যুর সংখ্যা নামল ২৫-এর নীচে। শেষবার গত ১৫ এপ্রিল রাজ্যের দৈনিক মৃত্যু হয়েছিল ২২ জনের। আশাব্যঞ্জক খবর আরও রয়েছে। ৪ জেলায় শুক্রবার সংক্রমিতদের সংখ্যা ১০ পেরোয়নি। নতুন করে কোনও মৃত্যু দেখতে হয়নি ১৪ জেলাকে। যদিও সংক্রমণ বেড়েছে দার্জিলিঙে।
শুক্রবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২২ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২৭। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ২০ হাজার নীচে। বর্তমানে রাজ্যে সক্রিয়া আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭২৯ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ১৬৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ২.৭৩ শতাংশ।
সবিস্তারে পড়ুন: ৪ জেলায় ১০ ছুঁতে পারল না আক্রান্তের সংখ্যা, বাংলার ১৪ জেলা মৃত্যুহীন, সংক্রমণ বাড়ল পাহাড়ে
-
জনসনের প্রথম ডোজ়েই দারুণ ফল, বাগ মানবে ডেল্টা ভ্য়ারিয়েন্টও
দুটি ডোজ়েরও প্রয়োজন নেই, জনসন অ্যান্ড জনসনে(Johnson & Johnson)-র তৈরি করোনা টিকা(COVID-19 Vaccine)-র প্রথম ডোজ়েই কাহিল হবে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta Varaint)। বৃহস্পতিবার প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়, এই টিকা নেওয়ার পর মানবদেহে ডেল্টা সহ করোনার সমস্ত প্রজাতির বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এটি করোনা সংক্রমণে বাকি ভ্যাকসিনের তুলনায় আরও বেশি সুরক্ষা দেয়।
বিস্তারিত পড়ুন: বুস্টারের প্রয়োজন নেই, জনসন টিকার প্রথম ডোজ়েই কাহিল হবে ডেল্টা, দাবি সংস্থার
-
-
দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.০১ শতাংশে
দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হার, কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭.০১ শতাংশ, সক্রিয় রোগীর হার ১.৬৭ শতাংশ। বর্তমানে আক্রান্তের হার ২.৫৭ শতাংশ।
-
করোনার দাপটে লাল তালিকাভুক্ত ভারত-পাকিস্তান, প্রবেশের অধিকার মিলবে না আরব আমিরশাহিতে
প্রায় প্রতিদিনই খোঁজ মিলছে করোনার নিত্যনতুন ভ্যারিয়েন্টের। একাধিক দেশে ডেল্টা, আলফা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের উপর নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates)।
বিস্তারিত পড়ুন: করোনার দাপটে আরব আমিরশাহিতে প্রবেশ নিষেধ ভারতীয়দের, লাল তালিকাভুক্ত আরও ১৩টি দেশ
-
করোনা টিকা পেলেন ৩৪ কোটি মানুষ
ভ্যাকসিনের আকালের মাঝেও দ্রুতগতিতে চলছে দেশের করোনা টিকাকরণ। চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া গণটিকাকরণ কর্মসূচির মাধ্যমে এখনও অবধি মোট ৩৪ কোটি ৭৬ লক্ষ ২৩২ জন করোনা টিকা পেয়েছেন।
-
Published On - Jul 02,2021 9:56 AM