বাবার কোভিড, ছেলে কেন বাইরে? জিজ্ঞেস করতেই তাড়া প্রতিবেশীদের

করোনা (Corona) আক্রান্ত বাবা। অথচ কোভিড বিধি না মেনে ছেলে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বাইরে। প্রতিবেশীরা প্রতিবাদ করতেই লাঠি ও ছুরি নিয়ে তাঁদের দিকে চড়াও হলেন ওই যুবক। এমনই অভিযোগ স্থানীয়দের। ঘটনায় কাউন্সিলরের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিলেন তাঁরা।

বাবার কোভিড, ছেলে কেন বাইরে? জিজ্ঞেস করতেই তাড়া প্রতিবেশীদের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 11:59 PM

জলপাইগুড়ি: করোনা (Corona) আক্রান্ত বাবা। অথচ কোভিড বিধি না মেনে ছেলে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বাইরে। প্রতিবেশীরা প্রতিবাদ করতেই লাঠি ও ছুরি নিয়ে তাঁদের দিকে চড়াও হলেন ওই যুবক। এমনই অভিযোগ স্থানীয়দের। ঘটনায় কাউন্সিলরের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিলেন তাঁরা।

ঠিক কী ঘটেছে?

ধূপগুড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য পাড়া এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই একান্তবাসে রয়েছেন তিনি। এদিকে করোনা স্বাস্থ্যবিধি মেনে আক্রান্তের পরিবারেরও একান্তবাসে থাকা উচিত। কিন্তু আক্রান্তের ছেলে বাইরে ঘুরে বেড়ান বলে অভিযোগ। প্রতিবেশীদের কয়েকজন তাঁকে বাড়ির মধ্যে থাকতে বলতেই ফুঁসে ওঠেন যুবক। প্রতিবেশীদের লাঠি ও ছুরি নিয়ে তাড়া করেন বলে দাবি। আতঙ্কে যে যার বাড়িতে দৌড় লাগালে বাড়ির গেট টপকে তাঁদের মারতে উদ্যত হয় ওই যুবক। ঘটনায় এলাকার কাউন্সিলরের কাছে অভিযোগ করেন স্থানীয়রা। কিন্তু তিনি কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ। এদিকে করোনা আক্রান্তের ছেলে আগের মতো ঘোরাফেরা করছেন।

এই ঘটনায় একদিকে আতঙ্কিত অন্যদিকে, ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এ দিন সন্ধেবেলা কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগে, ওই পরিবারের বাকি সদস্যদের কোভিড টেস্ট করানোর ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: মাস্ক না খুললে ললিপপ খাব কীভাবে? যুবকের যুক্তিতে হতভম্ব মহাকুমা 

ওয়ার্ড কাউন্সিলর ববিতা রায় অবশ্য জানিয়েছেন এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসনই নেবে।