প্রতিবেশীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন,অভিযুক্তকে হাতে না পেয়ে পুলিশের গাড়ি ভাঙচুর গ্রামবাসীর

পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে, মৃতের কাটা মাথাটি এখনও কুয়ো থেকে উদ্ধার করা যায়নি। মাথাটি উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রতিহিংসার জেরেই ওই ব্যক্তিকে খুন (Murder) করেছেন দুবরাজ। তবে গোটা ঘটনাই তদন্তসাপেক্ষ। 

প্রতিবেশীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন,অভিযুক্তকে হাতে না পেয়ে পুলিশের গাড়ি ভাঙচুর গ্রামবাসীর
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Apr 16, 2021 | 9:46 PM

পুরুলিয়া: পড়শীর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা। সেই শত্রুতার জেরে প্রতিবেশীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন (Murder) করে নিহতের মাথা কুয়োয় ফেলে দিলেন এক ব্যক্তি। অভিযোগ, গ্রাম্য় বিবাদের জেরেই নিজের প্রতিবেশীকে খুন করেছেন ওই ব্যক্তি। ঘটনায় ব্য়াপক উত্তেজনা ছড়ায় ঘাঘরঝুড়ি গ্রামে। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত গ্রামবাসী পুলিশের গাড়ি ভাঙচুর করে।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত দুবরাজ মাহাতোর সঙ্গে তাঁর প্রতিবেশীর দীর্ঘদিনেক শত্রুতা। শুক্রবার সকালে, উভয়পক্ষের মধ্য়ে বচসা শুরু হয়। রাগের মাথায় দুবরাজ তাঁর প্রতিবেশীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন (Murder) করে, মৃ্তের কাটা মাথাটি গ্রামেরই পরিত্যক্ত কুয়োতে ফেলে দেন বলে অভিযোগ। এরপর নিজের ঘরে এসে লুকিয়ে পড়েন। গ্রামবাসীরা কাটা মাথা আবিষ্কার করার পরেই পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। নিজের বাড়ি থেকেই দুবরাজকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিতে পুলিশকে অনুরোধ করেন গ্রামবাসীরা। কিন্তু তা না হওয়ায় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতেই ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে, মৃতের কাটা মাথাটি এখনও কুয়ো থেকে উদ্ধার করা যায়নি। মাথাটি উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রতিহিংসার জেরেই ওই ব্যক্তিকে খুন (Murder) করেছেন দুবরাজ। তবে গোটা ঘটনাই তদন্তসাপেক্ষ।

আরও পড়ুন: গাছ ঝুলছে বৃদ্ধ দম্পতির দেহ, প্রাতঃভ্রমণে বেরিয়ে শিউরে উঠলেন এলাকাবাসী!