India Book of Records: এক নিমেষে ১০০ রাজধানীর নাম বলে ফেলতে পারে বালুরঘাটের দীপান্বিতা, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে
India Book of Records: দীপান্বিতার বয়স যখন দু'বছর তখন থেকেই সে একাধিক রাজধানীর নাম এমনকী ইতিহাসের বহু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে বলেই জানিয়েছেন তার বাবা।
বালুরঘাট: বয়স মাত্র সাড়ে তিন বছর। এখনও স্কুলে যাওয়া শুরু করেনি সে। কিন্তু আধো আধো উচ্চারণেই এক নিমেষে বলে ফেলতে পারে ১০০টি রাজধানীর নাম। সে কারণেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (India Book of records) জায়গায় করে নিল দক্ষিণ দিনাজপুর জেলার দীপান্বিতা বর্মন। সন্তানের সাফল্যে রীতিমতো খুশি অভিভাবকেরা। বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কিসমত রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এই দীপান্বিতা বর্মনের পরিবার। সীমান্তবর্তী গ্রামে পড়াশোনার সুযোগ খুব বেশি নেই বলেই জানিয়েছেন দীপান্বিতার বাবা। তাই সেই গ্রামের বাসিন্দারাও খুশি দীপান্বিতার এই সাফল্যে।
একটানা ৬৪টি দেশের রাজধানী, ২৮টি অঙ্গরাজ্যের রাজধানী এবং ৮কি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম বলতে পারে ওই শিশু। এই ১০০টি রাজধানীর নাম মাত্র ২ মিনিট ২৫ সেকেন্ডে বলতে পেরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে দীপান্বিতা। ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ সেই পুরস্কার এসে পৌঁছেছে দীপান্বিতার বাড়িতে।
দীপান্বিতার বাবা সুরজিৎ বর্মন পেশায় সিভিক ভলান্টিয়ার, মা মল্লিকা রায় বর্মন গৃহবধূ। দীপান্বিতার বয়স যখন দু’বছর তখন থেকেই সে একাধিক রাজধানীর নাম এমনকী ইতিহাসের বহু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে বলেই জানিয়েছেন তার বাবা। বিষয়টি নজরে এসেছিল অভিভাবকদের। গ্রামে কোনও অনুষ্ঠান হলে পরেই ডাক পড়ত ছোট্ট দীপান্বিতার। গ্যালারি ভর্তি দর্শকের মধ্যেও অনর্গল বলে দিতে পারত বিভিন্ন রাজধানীর নাম ও ইতিহাসের উত্তর।
পরে ওই শিশুর জানতে পারে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বিষয়টি। সেইমতো আবেদন করেছিলেন দীপান্বিতার বাবা। চলতি মাসের প্রথমে জানিয়ে দেওয়া হয় দীপান্বিতা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পাচ্ছে। অবশেষে গত ১৩ এপ্রিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সব পুরস্কার এসে পৌঁছেছে বাড়িতে।
এবিষয়ে দীপান্বিতার মা মল্লিকা রায় বর্মন বলেন, ‘ছোট থেকেই মেয়ে একাধিক দেশের নাম মুখস্থ বলতে পারত।’ মেয়ের এমন প্রতিভায় তিনি গর্বিত।