Join in TMC: ‘নিজেদের লোকেদের হাতেই পতাকা ধরাচ্ছে’, বালুরঘাটে ৩৫০ জনের তৃণমূলে যোগদান নিয়ে কটাক্ষ বিজেপির
Balurghat: এক সঙ্গে এতজন যোগদান করায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংগঠন আরও বৃদ্ধি পেল বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।
বালুরঘাট: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের মেগা যোগদান শিবির অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। রবিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাটে তৃণমূলের জেলা কার্যালয়ে এই মেগা যোগদান শিবির অনুষ্ঠিত হয়। তৃণমূলের শ্রমিক সংগঠন আইইনটিটিইউসি-র বালুরঘাট টাউনের পক্ষ থেকে এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৩৫০ নির্মাণ শ্রমিক বিভিন্ন দল ছেড়ে যোগদান করেন তৃণমূলে। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার। এছাড়াও যোগদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান নিখিল সিংহ রায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি নামিজুর রহমান, মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্যরা।
যোগদানকারীরা মূলত বালুরঘাট শহর সংলগ্ন এলাকার বাসিন্দা। এক সঙ্গে এতজন তৃণমূল কংগ্রেসের যোগদান করায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংগঠন আরও বৃদ্ধি পেল বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। এদিকে তৃণমূলে যোগদান করা কর্মী উজ্জ্বল সরকার বলেন, “তিনি তৃণমূলের জন্ম লগ্ন থেকে তৃণমূল করেন। পেশায় তিনি রাজমিস্ত্রী।” রবিবার তিনি আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন বলেও জানিয়েছেন। এদিকে এই বিষয়টি জানতে পেরেই বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। যাঁরা তৃণমূল করেন তাঁদেরকে আবার যোগদান করানো হল বলে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, “তৃণমূলে যোগ দেওয়ার কেউ নেই। তাই নিজেদের লোকদের হাতে পতাকা ধরিয়ে দিয়ে যোগদান করানো হচ্ছে। তৃণমূলের ছল চাতুরি মানুষ ধরে ফেলেছে।”
এই যোগদানের ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, “বালুরঘাট টাউন আইএনটিটিইউসি-র তরফে এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সব মিলিয়ে প্রায় ৩৫০ জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। যারা মূলত বালুরঘাট শহর ও শহর সংলগ্ন এলাকার বাসিন্দা।”
অন্যদিকে রবিবার বিকেলে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০ টি পরিবার বিজেপিতে যোগদান করেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরেই বিভিন্ন দল ছেড়ে ১০ টি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা।