Road Accident: গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, আহত ১, গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার

Balurghat: জানা গিয়েছে, মৃত সাইকেল আরোহীর নাম দিলীপ মণ্ডল (৫০)। তাঁর বাড়ি রঘুনাথপুরে। পেশায় তিনি ঘুগনি ব্যবসায়ী।

Road Accident: গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, আহত ১, গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার
ভাঙচুরের পর ঘাতক গাড়ি। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2023 | 6:10 AM

বালুরঘাট: চারচাকা স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনায় আরও এক জন সাইকেল আরোহী গুরুতর আহত। রবিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট থানার পরাণপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। এদিকে বিষয়টি নজরে আসতেই স্করপিও গাড়িটি ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও দুটি সাইকেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে পথ দুর্ঘটনায় জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। পথ দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃত সাইকেল আরোহীর নাম দিলীপ মণ্ডল (৫০)। তাঁর বাড়ি রঘুনাথপুরে। পেশায় তিনি ঘুগনি ব্যবসায়ী। অন্যদিকে আহত সাইকেল আরোহীর নাম সমীর সরকার (৪০)। তাঁর বাড়িও রঘুনাথপুরে। বর্তমানে তার চিকিৎসা চলছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। রবিবার রাতে পতিরাম থেকে বালুরঘাটের দিকে আসছিল স্করপিও গাড়িটি। অন্যদিকে সাইকেলে করে ওই দুই ব্যক্তিও বালুরঘাটে আসছিলেন। বালুরঘাটে আসার পথেই পরানপুর এলাকায় স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সাইকেল আরোহীকে পিষে দিয়ে চলে যায়। এমনকি গাড়ির গতি এতটাই বেশি ছিল যে মাইলস্টোন পর্যন্ত ভেঙে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই দুই সাইকেল আরোহীকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এবং দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে পথ দুর্ঘটনার পরই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। এর পরই উত্তেজিত জনতা গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি গাড়িটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার রাতেই মৃতের পরিবারের তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।