WB Panchayat Polls 2023: ভোটের প্রশিক্ষণে কেন অংশগ্রহণ করেননি? কারণ জানতে চেয়ে ৩০০ সরকারি কর্মীকে শোকজ প্রশাসনের

WB Panchayat Polls 2023: বস্তুত, পঞ্চায়েত ভোটে কাজের জন্য ইতিমধ্যেই সরকারি কর্মীদের ডিউটি দেওয়া হয়েছে। তাতে বাদ পড়েনি শিক্ষকরাও। এই নিয়ে হাইকোর্ট পর্যন্তও জল গড়িয়েছে।

WB Panchayat Polls 2023: ভোটের প্রশিক্ষণে কেন অংশগ্রহণ করেননি? কারণ জানতে চেয়ে ৩০০ সরকারি কর্মীকে শোকজ প্রশাসনের
BalurghatImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 9:26 AM

বালুরঘাট: পঞ্চায়েত ভোটের প্রশিক্ষণে অংশ নেননি। সেই কারণে প্রায় ৩০০ জনকে শোকজ করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। আগামী দুদিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে ৷ এখানেই শেষ নয়, শোকজের উত্তর ঠিকঠাক না হলে ওই সকল কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে নেওয়া হবে ব্যবস্থা। এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

বস্তুত, পঞ্চায়েত ভোটে কাজের জন্য ইতিমধ্যেই সরকারি কর্মীদের ডিউটি দেওয়া হয়েছে। তাতে বাদ পড়েনি শিক্ষকরাও। এই নিয়ে হাইকোর্ট পর্যন্তও জল গড়িয়েছে। জানা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রশাসন প্রায় ৬ হাজার কর্মীকে ভোটের ডিউটি দেওয়া হয়েছে। এই সকল কর্মীদের আবার ভোটের জন্য প্রতিটি ব্লক স্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷

অভিযোগ, এই ছ’হাজারের মধ্যে প্রায় তিনশো জন সরকারি কর্মী আবার প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেননি। সেই তথ্য পাওয়ার পরই তড়িঘড়ি পদক্ষেপ করল জেলা প্রশাসন। প্রশিক্ষণে অংশ না নেওয়া ৩০০ জন সরকারি কর্মচারীকে শোকজ নোটিস ধরানো হল। কেন তাঁরা প্রশিক্ষণে অংশ নেননি সেই কারণ তাঁদের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে।

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন, “ভোটের কাজের জন্য এই বছর ৬ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছিল। আমরা জানতে পেরেছি তার মধ্যে ৩০০ জন প্রশিক্ষণ শিবিরে যাননি। সেই কারণে তাঁদের শোকজ করা হয়েছে। আগামী দু’দিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। তা না হলে প্রশাসনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে৷”