Sukanta Majumdar: ‘মাল পেটে পড়ছে না বলে TMC-র নেতারা কম হুমকি দিচ্ছে’, দাবি সুকান্তর
Sukanta Majumdar: বুধবারের জনসভায় সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির এসসি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ দাস সহ অন্য়ান্য জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
তপন: রাজ্যের শাসকদলের নেতা কর্মীদের কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের নেতা কর্মীরা নাকি এখন হুমকি দেওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে। দাবি করেছেন সুকান্ত। এর কারণ অবশ্য তুলে ধরেছেন তিনি। বলেছেন, “মাল পানি পেটে পড়ছে না। হুমকি দেবে কী করে। ওদের তো একটা মন্ত্র, ঢুকঢুক পিও,জুগ জুগ জিও।”
বুধবারের জনসভায় সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির এসসি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ দাস সহ অন্য়ান্য জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেই সভা থেকে বিজেপি সাংসদ বলেন, “তৃণমূলের ছোট-খাটো ও মাঝারি নেতারা বিজেপি কর্মীদের হুমকি দেওয়া কমিয়েছেন। আবার অনেক ক্ষেত্রেই দিচ্ছেন না। কারণ ১০০ দিনের কাজের টাকা বন্ধ আছে তো। মাল পানি পেটে পড়ছে না। হুমকি দেবে কী করে।”
সুকান্ত এও বলেছেন, “মদের টাকা আমরা বন্ধ করে দিয়েছি। এমন ভাবেই বন্ধ করা উচিত মদের টাকা।” বিজেপি সাংসদ পরামর্শ দিয়েছেন, যদি এরপরও তৃণমূলের কোনও নেতা হুমকি দেয় তাঁদের নাম তৈরি করে লিস্ট বানাতে। দুমাস পর খেলা হবে। সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূল করবেন করুন। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে করুন। আমাদের কর্মী সমর্থকদের হুমকি দেখাবেন না। মনে রাখবেন শিক্ষিত মানুষ গুণ্ডামি করলে তার থেকে বড় গুণ্ডা আর কেউ হতে পারবে না।”