Balurghat Theft: আত্মীয়ের বাড়িতে কয়েক ঘণ্টার জন্য গিয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঘটে গেল বড় বিপদ! পুলিশ বলছে, নেপথ্য কোনও পরিচিতই
Balurghat Theft: বালুরঘাটে চুরির ঘটনায় বাড়ায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্রমাগত শহরে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা।
দক্ষিণ দিনাজপুর: বাড়িতে কেউ না থাকার সুযোগে এবার ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের আদর্শ স্কুল পাড়ায়। বুধবার রাতে ফাঁকা বাড়ির তালা ভেঙে কার্যত বাড়ির ভেতরে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে ডেপুটি ম্যাজিস্ট্রেট নির্মিতা সাহার। বাড়ির মালিকের ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ি আসেন তিনি। এসে দেখেন গোটা ঘর অগোছালো অবস্থায় রয়েছে। যদিও বা তেমন কিছু না পেয়ে সোনার গয়না নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিন বাড়ি ফিরতেই বিষয়টি নজরে আসে। এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তিনি। অন্যদিকে বালুরঘাটে চুরির ঘটনায় বাড়ায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্রমাগত শহরে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন দফতরের দায়িত্বে রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট নির্মিতা সাহা। তিনি গত চার বছর ধরে বালুরঘাট শহরে বসবাস করছেন। এদিকে গত প্রায় তিন বছর ধতে শহরের আদর্শ স্কুল পাড়া এলাকায় এক বাড়িতে ভাড়া থাকেন। ডেপুটি ম্যাজিস্ট্রেটের পাশাপাশি তিনি নৃত্য শিল্পী। গতকাল তিনি বাড়িতে ছিলেন না৷ সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িতে লুঠ চালায়। ঘরের প্রতিটি আলমারি, বাক্স খুলে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে। এদিকে ঘরে থাকা বহু দামী ঘড়ি, ল্যাপটপ, মোবাইল থাকা সত্ত্বেও কিছুই নেয়নি তারা। শুধুমাত্র সোনার চুরি নিয়ে পালিয়েছে তারা।
এদিন খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তবে পুলিশের অনুমান, পরিচিত কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ-সহ যাবতীয় বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, বালুরঘাট শহরে রঘুনাথপুর এলাকাকে এক বাড়িতে চুরি হয়। ওই বাড়ির সোনার গয়না ও নগদ টাকা চুরি হয়। ওই ঘটনার পরেই বুধবার রাতেও একই ঘটনা বালুরঘাট শহরে। দুটি ঘটনাতেই নানা বিষয়ে মিল খুঁজে পাচ্ছে পুলিশ। অন্যদিকে, এইমাসেই শহরের ছাত্রপল্লি এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। যদিও বা ওই ঘটনায় পুলিশ এদিন মূল অভিযুক্ত-সহ চুরি যাওয়া টাকা উদ্ধার করেছে। এছাড়াও শহরের স্লুইস গেট চুরি-সহ নানা ছোট ছোট চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা। এমনকি শহরের নদী বাঁধে সংলগ্ন এলাকাগুলিতেও রাতে ছিঁচকে চোরেদের উৎপাত বাড়ছে।
এবিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট নির্মিতা সাহা বলেন, “আমি গতকাল রাতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। সকালে বাড়ির মালিকের ফোন পেয়ে ছুটে আসি। এসেই দেখছি গ্রিলের তালা ভাঙা। ঘরের ভেতরে সমস্ত কিছু লণ্ডভণ্ড করা। ঘরে টাকা পয়সা ছিল না। কিন্তু একটি সোনার হাতের চুরি নিয়ে পালিয়েছে। যার দাম প্রায় ৬০-৭০ হাজার টাকা। যেহেতু আমি একাই থাকি। তাই এখন আতঙ্কে রয়েছি। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।”
অন্যদিকে এবিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ বলেন, বালুরঘাটে কর্মরত এক মহিলা ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উনি রাতে বাড়িতে ছিলেন না। আমরা বিভিন্ন সূত্র ধরে তদন্ত করে দেখছি। পাশাপাশি ছিঁচকে চোরের উৎপাত একটু বেড়েছে। যার ফলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হচ্ছে।