বিজেপিতে ভাঙন ধরালেন বিপ্লব, মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পুনরুদ্ধার তৃণমূলের
Biplab Mitra: "মমতার নেতৃত্বে আস্থা রেখে এঁরা তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন। পঞ্চায়েত যে বিজেপি নেতারা পরিচালনা করতেন তাঁরা সবাই এখন তৃণমূলে। পঞ্চায়েত ভোটের আগে দল আরও শক্তিশালী হল।"
তপন: বিজেপি (BJP)-তে ভাঙন অব্যাহত। এবার পঞ্চায়েত প্রধান সহ ৩ সদস্য বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেওয়ায় তপন ব্লকের ১০ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল গেরুয়া শিবিরের। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের (Biplab Mitra) হাত ধরে তপন ব্লক তৃণমূল কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
শুধুমাত্র প্রধান বা সঞ্চালক এই নন, ওই এলাকার প্রায় শতাধিক মানুষ এদিন বিজেপি ও আরএসপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। ১০ নম্বর মালঞ্চা পঞ্চায়েতের মোট সদস্য ১২। এর মধ্যে বিজেপি ৯টি আসনে জয়ী হয়ে বোর্ড গঠন করেছিল। কিন্তু এখন বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কার্যত হিড়িক শুরু হয়েছে।
এবার তপন ব্লকের ১০ নম্বর পঞ্চায়েতে বিধানসভা নির্বাচনের পর চার জন এবং আজ ফের আরও চার সদস্য বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। যার ফলে ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১১-তে। পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির।
এদিনের এই যোগদান অনুষ্ঠানে কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের পাশাপাশি উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার পুর প্রশাসক প্রশান্ত মিত্র, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস সহ ব্লক তৃণমূল কংগ্রেস ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
আরও পড়ুন: সুদীপ্ত সেনের মতো দেবাঞ্জনকে সামনে রেখে করে খেয়েছে তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ
এদিন বিপ্লব মিত্র বলেন, মমতার নেতৃত্বে আস্থা রেখে এঁরা তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন। পঞ্চায়েত যে বিজেপি নেতারা পরিচালনা করতেন তাঁরা সবাই এখন তৃণমূলে। পঞ্চায়েত ভোটের আগে দল আরও শক্তিশালী হল বলে মন্তব্য করেন মন্ত্রী।