BSF: বিএসএফের উপর হামলার চেষ্টা পাচারকারীদের, চলল গুলি, নিহত ১

BSF: কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের আটকাতে গেলে অন্ধকারের মধ্যে তাঁদের উপর ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা।

BSF: বিএসএফের উপর হামলার চেষ্টা পাচারকারীদের, চলল গুলি, নিহত ১
সীমান্ত রক্ষায় অতন্দ্রপ্রহরী বিএসএফ। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 9:19 PM

দক্ষিণ দিনাজপুর: অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানের উপর হামলার চেষ্টা পাচারকারীদের। জওয়ানের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। বিএসএফ সূত্রে খবর, এরপরই আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিএসএফ। সেই গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। জানা গিয়েছে, নিহত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রায়গঞ্জ সেক্টরের হরিহরপুর বর্ডার আউট পোস্টের কাছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ফেনসিডিল এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পাচারের চেষ্টা করছিল। তাদের হাতে ছিল ধারাল অস্ত্র। গঙ্গারামপুর থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের আটকাতে গেলে অন্ধকারের মধ্যে তাঁদের উপর ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। এরপর জওয়ানরা পাম্প অ্যাকশন গান দিয়ে দু’রাউন্ড গুলি চালায়। কিন্তু দুষ্কৃতীরা তাতে আরও বেশি আগ্রাসী হয়ে পড়ে এবং ধারাল অস্ত্র দিয়ে এক জওয়ানকে কোপানোর চেষ্টা করে। এরপরই দুই দুষ্কৃতী এক জওয়ানের ইনসাস রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে বিএসএফ সূত্রে খবর। সেই সময় আত্মরক্ষায় গুলি চালান জওয়ান। এরপরই ভয়ে বাকি পাচারকারীরা ফের বাংলাদেশের দিকে পালিয়ে যায়। বিএসএফ জওয়ানরা পাচারকারীর দেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।

বসিরহাট থেকে বালুরঘাট, সীমান্তে পাচারকারীদের রুখতে সবসময় জাগরূক সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফের জওয়ানরা দিনরাত রক্ষা করে চলেছেন সীমান্ত। কিন্তু সেই নজরকে ফাঁকি দিয়ে মাঝেমধ্যেই পাচারকারীরা সীমান্তে নিজেদের কারবার চালানোর চেষ্টা চালায়। ধরাও পড়ে অহরহ। কিছুদিন আগেই কোটি টাকার সাপের বিষ উদ্ধার করা হয়। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিঘিপাড়া বিওপির জওয়ানরা সেই পাচার রুখে দেন। বিএসএফের ৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ঠাকুরপুরা এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষ ভর্তি একটি জার উদ্ধার করে।

অন্যদিকে গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্ত থেকে ২০ কিলো ৪০০ গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়। সীমান্তের সোনাই নদীর ঘাট থেকে ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনী প্রায় ১২ লক্ষ টাকার গয়না উদ্ধার করে।