South Dinajpur: মাইক বন্ধ করতে বলায় প্রতিবাদীর উপর ছুরি নিয়ে হামলা, এলোপাথাড়ি কোপ মদ্যপ যুবকের

South Dinajpur: মাইক বন্ধ করতে বলায় প্রতিবাদীর উপর ছুরি নিয়ে হামলা মদ্যপ যুবকের। অভিযোগ দায়ের হল হিলি থানায়।

South Dinajpur: মাইক বন্ধ করতে বলায় প্রতিবাদীর উপর ছুরি নিয়ে হামলা, এলোপাথাড়ি কোপ মদ্যপ যুবকের
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 7:32 PM

হিলি: মাইক বাজানোর প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককের উপর ছুরি নিয়ে চড়াও প্রতিবেশী মদ্যপ যুবক। বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের (Panchayet) ফতেপুর এলাকায়। আক্রান্ত যুবকের কাঁধে তিনটি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে৷ শুক্রবার সন্ধ্যায় হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত অমিত কর্মকার। এদিকে লিখিত অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ। 

সূত্রের খবর, হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের ফতেপুরে এলাকার বাসিন্দা অমৃত কর্মকার(৩২)৷ পেশায় ব্যবসায়ী। ফতেপুর এলাকাতেই একটি কালীপুজোর আয়োজন করা হয়েছিল। সেই কালীপুজোকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীররাত পর্যন্ত মাইক বাজছিল হিলি থানার ফতেপুরে। এদিকে তারস্বরে মাইক বাজায় প্রতিবেশী অমৃত কর্মকার তার প্রতিবাদ করেন বলে জানা যায়। এদিকে প্রতিবাদ করায় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে মাইক বাজানো বন্ধ করে দেওয়া হয়৷ অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় নাচছিল অমৃত মালি৷ হঠাৎ মাইক বন্ধ করায় সে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেয়। এরপরই অমৃত কর্মকারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ। এর প্রতিবাদ করলেই মদ্যপ অবস্থায় অমৃত মালি অমৃত কর্মকারের উপর চড়াও হয়৷ এলোপাথাড়ি ভাবে তাঁকে মারধর করে৷ হাতে থাকা ছুরি দিয়ে অমিতের কাঁধে আঘাত করে। 

মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আক্রান্ত অমৃত কর্মকার। বিষয়টি নজরে আসতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত অমৃত মালি(২৫)। রাতেই আক্রান্ত যুবককে চিকিৎসার জন্য হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাঁধে তিনটি সেলাই পরে তাঁর। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর পরই এদিন সন্ধ্যায় হিলি থানায় অমৃত মালির নামে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবক। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ৷

 এবিষয়ে আক্রান্ত অমৃত কর্মকার বলেন, “গভীর রাত পর্যন্ত মাইক বাজছিল। প্রতিবাদ করলে মাইক বাজানো বন্ধ করে দেওয়া হয়৷ এরপরই মদ্যপ অবস্থায় অমৃত মালি আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে৷ পাল্টা প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয়৷ ছুরি নিয়েও আঘাত করা হয়। কাঁধে অনেকটা কেটে গেছে। তিনটি সেলাই পড়েছে। ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”