Balurghat : সকলে খাবার খেতে ব্যস্ত, সুযোগ বুঝে হোমের পাঁচিলে উঠে ঝাঁপ নাবালকের, তারপর…
Balurghat : ওই নাবালকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকায়। যদিও ওই নাবালক আগে আলিপুরদুয়ারে থাকত বলে জানা যাচ্ছে।
বালুরঘাট : সকলে যখন খাবার খেতে ব্যস্ত ঠিক সেই সময় শুভায়ণ হোমের পাঁচিল টপকে পালাল এক নাবালক আবাসিক। বুধবার রাতে বছর ১৪ ওই নাবালক আবাসিক হোম থেকে পালিয়ে যায়৷ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন বালুরঘাট (Balurghat) থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করে শুভায়ণ হোম কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত ওই নাবালকের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্ত নেমেছে বালুরঘাট থানার পুলিশ (Police)। এদিকে অভিযোগ পেতেই জেলা জুড়ে শুরু হয়েছে তল্লাশি। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মন্দিরা রায় জানিয়েছেন।
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার গঙ্গারামপুর থানার পুলিশ ওই নাবালককে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে তোলে। ওই নাবালকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকায়। যদিও ওই নাবালক আগে আলিপুরদুয়ারে থাকত। তবে বেশ কয়েক বছর ধরে সে বংশীহারী এলাকাতে বসবাস করছে। গতকাল গঙ্গারামপুর থানার পুলিশ ওই নাবালককে চুরির ঘটনায় ধরে। পরে তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে বালুরঘাটের শুভায়ণ হোমে রাখা হয়। গতকাল রাতে যখন সকলে খাওয়ার জন্য আসছিল, ঠিক সে সময় আগেভাগে খাবার খেয়ে নেয় ওই নাবালক। এরপরে যখন খাবার খেতে সকলে ব্যস্ত তখন সে সুযোগ বুঝে প্রাচীর টপকে পালিয়ে যায়। এ কথা জানাজানি হতে রাতে তাঁর খোঁজ শুরু হয়। কিন্তু, তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার বালুরঘাট থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, বালুরঘাট শুভায়ণ হোমে বর্তমানে প্রায় ৫০ জন আবাসিক রয়েছে। যার মধ্যে পাঁচজন বাংলাদেশী আবাসিক রয়েছে। বাকি সব ভারতীয় আবাসিক। এদিকে এই শুভায়ণ হোম থেকে এর আগেও আবাসিক পালনের ঘটনা সামনে এসেছে। এদিন ফের এই হোম থেকে নাবালক পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ এত নিরাপত্তার মধ্যেও কি করে নাবালক পালাল তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে হোমের দেখভাল নিয়েও। তবে এ বিষয়ে হোম কর্তৃপক্ষের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার জানান, “হোম থেকে একজন কিশোর পালিয়েছে। হোমের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।” জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমfটির চেয়ারম্যান মন্দিরা রায় বলেন, “হোমের তরফে আজ সকালে আমাদের কাছে জানানো হয়েছে। ওই কিশোরকে বুধবারই রাখা হয়েছিল। কিন্তু রাতেই সে পালায়। কিভাবে সে পালাল এবং তাকে খুঁজে পেতে পুলিশে জানানো হয়েছে।”