Minor Girl Harassment: কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন দিদিমণি, সেই সুযোগেই ক্লাস ফোরের ছাত্রীর সঙ্গে ‘ঘৃণ্য কাজ’ শিক্ষিকার বাবার
Minor Girl Harassment: অভিযোগ, পেতেই অভিযুক্তকে আটক করে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
বালুরঘাট: গৃহশিক্ষিকার বাড়ি টিউশন পড়চে গিয়েছিল ছোট্ট মেয়েটি। নিত্যদিনই পড়তে যেতে সে। বুধবারও তার অন্যথা হয়নি। গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে যাওয়া পর কিছুক্ষণের জন্য বাইরে যান ওই শিক্ষিকা। আর সেই সুযোগে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ শিক্ষিকার বাবার বিরুদ্ধে। নিয়ে বৃহস্পতিবার সকালে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করল স্কুলছাত্রীর পরিবার। অভিযোগ, পেতেই অভিযুক্তকে আটক করে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
নির্যাতিতার পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে বালুরঘাট পুরসভার স্থানীয় এক দিদিমণির বাড়িতে টিউশন পড়তে যায় ক্লাস ফোরের ওই ছাত্রী। টিউশন করার সময় কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন গৃহ শিক্ষিকা। অভিযোগ, সেই সময় গৃহ শিক্ষিকার বাবা এসে ওই নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে।
জানা গিয়েছে, অভিযুক্ত পেশায় গাড়ি চালক। অভিযোগ ওই নাবালিকা ছাত্রীকে সেই সময় একা পেয়ে শিক্ষিকার বাবা যৌন নির্যাতন করে। এরপর বাড়ি গিয়ে ওই খুদে পড়ুয়া তার মাকে সব কথা বলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছুটে আসেন এলাকার তৃণমূল কাউন্সিলরও।
অভিযুক্তর বাড়িতে বেধড়ক ভাঙচুর চালায় উত্তেজিতরা। বাড়িঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়।বেধড়ক মারধর করে অভিযুক্তকে। পরে বালুরঘাট থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অভিযুক্তকে।
এরপরেই এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় অভিযুক্তকে। ঘটনা জানিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার পরিবার। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নাবালিকার পরিবার।