SBI ATM: জন্মদিনে সততার নজির, এটিএমে কুড়িয়ে পাওয়া কয়েক হাজার টাকা পুলিশের হাতে তুলে দিলেন পুরকর্মী
SBI ATM: জানা গিয়েছে, এদিন সকালে পার্থবাবু নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য বালুরঘাট শহরের বিংশ শতাব্দী এলাকায় থাকা স্টেট ব্যাঙ্কের এটিএম কাউন্টারে যান। তখনই দেখেন এটিএম থেকে বেরিয়ে রয়েছে প্রচুর টাকা।
বালুরঘাট: এটিএমে কুড়িয়ে পাওয়া টাকা পুলিশের হাতে তুলে দিয়ে সততার অনন্য নজির গড়লেন বালুরঘাট (Balurghat) পুরসভার এক পুরকর্মী। শুক্রবার সকালে বালুরঘাট শহরের বিংশ শতাব্দী ক্লাব সংলগ্ন এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএম (ATM) কাউন্টার থেকে নয় হাজার টাকা কুড়িয়ে পান বালুরঘাট পুরসভার কর্মী পার্থ প্রতিম মালাকার। নিজে টাকা তুলে গিয়ে দেখেন আগে থেকেই নয় হাজার টাকা বের হয়ে আছে৷ এদিকে টাকা বের হয়ে থাকলেও তার মালিক নেই৷ এমনকি কোনও এটিএম কার্ড নেই।
তিনি ভাবেন হয়তো কোনও কারণে সময় মতো টাকা বের হয়নি। টাকা বেরোবে ভেবে হয়তো মালিক চলে যান। তারপর সেই টাকা বের হয়। এদিকে বিষয়টি বুঝতে পেরে মালিকের হাতে টাকা তুলে দিতে তিনি পুলিশের দ্বারস্থ হন৷ বালুরঘাট থানার কর্তব্যরত আধিকারেকের হাতে সেই কুড়িয়ে পাওয়া ৯ হাজার টাকা তুলে দেন। এদিকে পার্থপ্রতিম বাবুর এই সততাকে কুর্নিশ জানিয়েছেন পুলিশ কর্মীরাও।
জানা গিয়েছে, এদিন সকালে পার্থবাবু নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য বালুরঘাট শহরের বিংশ শতাব্দী এলাকায় থাকা স্টেট ব্যাঙ্কের এটিএম কাউন্টারে যান। কাউন্টারের প্রবেশ করেই তিনি দেখেন এটিএমে আগে থেকেই টাকা বের হয়ে রয়েছে। হাতে নিয়ে দেখেন প্রায় ৯ হাজার টাকা। এরপর তিনি সেই টাকা নিয়ে বালুরঘাট থানাতে এসে কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে বালুরঘাট পুরসভার কর্মী পার্থ প্রতিম মালাকার বলেন, “আজ আমার জন্মদিন। আজই আবার এটিএমে টাকা তুলতে গিয়ে দেখি টাকা বের হয়ে রয়েছে। টাকা থাকলেও তার মালিক ছিল না। কোনও কারণে যিনি টাকা তুলতে এসেছিলেন তিনি বুঝতে না পেরেই চলে যাওয়ার কারণে সেই টাকা বেরিয়ে থাকে। এই টাকার যিনি মালিক তার টাকা তাকে ফেরত দেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছি।”