BJP in Karnataka: ‘কর্নাটকে তৃণমূল নেই, ভোট কাটাকাটি হয়নি, তাই বিজেপি হেরেছে’, আক্রমণ সেলিমের

BJP in Karnataka: প্রসঙ্গত, গঙ্গারামপুরে রবীন্দ্র ভবনে মেরে কেটে সীট হাজারের বেশি নয়, কিন্তু পার্টি নেতৃত্বের সূত্রের খবর শনিবারের এই কর্মী সভায় অন্তত আড়াই হাজারেরও বেশি কর্মী সমর্থক এসেছিলেন। যা দেখে উচ্ছ্বসিত দলের উপর তলার নেতারা।

BJP in Karnataka: ‘কর্নাটকে তৃণমূল নেই, ভোট কাটাকাটি হয়নি, তাই বিজেপি হেরেছে’, আক্রমণ সেলিমের
মহম্মদ সেলিম
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 7:46 AM

গঙ্গারামপুর: পঞ্চায়েতে বাম-কংগ্রেস জোট কী হবে? জোর জল্পনা চলছে বাংলার রাজনৈতিক মহলে। সেই জল্পনা উস্কেই কয়েকদিন আগে সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, “মানুষ এককাট্টা হলে নেতারা বাধা হয়ে দাঁড়াবে না”। এবার দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur) গিয়েও দিলেন বড় বার্তা। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে জেলায় জেলায় যাচ্ছেন সেলিম। শনিবার দক্ষিণ দিনাজপুরে আসনে সিপিআইএমের রাজ্য সম্পাদক। এদিন গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা বক্তব্য রাখেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে গ্রাম বাংলায় সিপিআইএমের সমর্থকদের একজোট হতে নির্দেশও দেন। এছাড়াও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর নির্দেশও দিলেন বঙ্গ সিপিএমের এই প্রবীণ নেতা। একইসঙ্গে কর্নাটকে বিজেপির (BJP in Karnataka) হার প্রসঙ্গে বলতে গিয়ে একযোগে তোপ দাগলেন নরেন্দ্র মোদী-অমিত শাহের বিরুদ্ধে। 

বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে বলেন, “যেখানেই মোদী, অমিত শাহ যাবে সেখানেই বিজেপি হারবে। তার কারণ মোদি এবারও ভোটারদের বলেছিলেন ভোট দেওয়ার আগে বাজরংবলির নাম স্মরণ করে বোতাম টিপবেন। ধর্মীয় এই তামাশা আর সাধারণ মানুষ চাইছে না। অনেক হয়েছে। কর্নাটকে বিজেপি বি টিম তৈরি করতে পারেনি। মনিপুর, মেঘালয়, অসমে যেভাবে তৃণমূল কংগ্রেসকে কাজে লাগিয়ে ভোট কাটাকাটি করতে পেরেছিল। কর্নাটকে সেটা সম্ভব হয়নি। আর সেই কারণেই কংগ্রেস এখানে জিতছে। বিজেপি হারবে তৃণমূল কংগ্রেস ও হারবে মানুষ বেশিদিন এই বিভাজনের রাজনীতি মেনে নেবে না। স্যালুট কর্ণাটকের সাধারণ মানুষকে।” 

প্রসঙ্গত, গঙ্গারামপুরে রবীন্দ্র ভবনে মেরে কেটে সীট হাজারের বেশি নয়, কিন্তু পার্টি নেতৃত্বের সূত্রের খবর শনিবারের এই কর্মী সভায় অন্তত আড়াই হাজারেরও বেশি কর্মী সমর্থক এসেছিলেন। সকালে কর্মী সভার পর বিকেলে গঙ্গারামপুর পার্টি অফিসে জেলা কমিটির বৈঠকও করেন সেলিম।