India Book of Records: ১ মিনিটেই ১৩০ দেশের রাজধানীর নাম, ঠোটস্থ আরও কত কী! ক্লাস ফাইভের খুদের নাম উঠল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে
India Book of Records: বড় হয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে ইমনের। এই অল্প বয়সেই ইঞ্জিনিয়রিংয়ের পাঠ নিয়ে ঘাঁটাঘাঁটিও শুরু করে দিয়েছে। সাফল্য খুশি সেই খুদেও। অকপটেই বলছে, ইন্টারনেট থেকেই আমি সব শিকেছি। খেলাধূলার থেকে পড়তে বেশি ভাল লাগে।
হিলি: চোখের পলক পড়তে না পড়তেই আসছে উত্তর। ১ মিনিটেই বলে দিচ্ছে ১৩০টি দেশের রাজধানীর নাম। ঠোটস্থ পৃথিবীর ২৬ বিখ্যাত স্ট্যাচুর নাম। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই অসাধ্য সাধনই করে ফেলছে হিলি থানার ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা চুকুরপাই গ্রামের বাসিন্দা পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ইমরান মণ্ডলের ছেলে ইমন মণ্ডল। এই বয়সেই পড়ে ফেলেছে কোরান শরিফ। আলবাকারা শূরা এক লহমায় ঠোঁটস্থ বলছে ওই বিস্ময়কর বালক। হতবাক পাড়-প্রতিবেশীরা। খবর গিয়েছিল ইন্ডিয়া বুক অব রেকর্ডসের কানে। তাঁরাই একেবারে হাতেকলমে পরীক্ষা করে দেখলেন এই বিস্ময় বালককে। মিলল স্বীকৃতিও।
সূত্রের খবর, দেশের ১০ জন এই ধরনের প্রতিভাবান কিশোরের মধ্যে প্রতিযোগিতা হয়। সেখানেই ইমনের প্রতিভা স্বীকৃতি পেয়েছে। সম্মান জানানো হয়েছে ন্ডিয়া বুক অব রেকর্ডসের তরফে। মিলেছে শংসাপত্র। এই অল্প বয়সেই ছেলের এই বিশাল সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। খুশি বাবা-মা। ইমনের মা বিজিয়া সুলতানা মুন্সী বলেন, ছোট থেকেই ওর পড়াশোনার প্রতি খুব ঝোঁক। এখন যা শিখেছে তা কিন্তু মোবাইল ঘেঁটেই। ইন্টারনেট থেকে পড়াশোনা করে। আমরাও গাইড করেছি, শিক্ষকেরাও। ওর পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয় সেটা আমরা সব-সময় দেখি।
বড় হয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে ইমনের। এই অল্প বয়সেই ইঞ্জিনিয়রিংয়ের পাঠ নিয়ে ঘাঁটাঘাঁটিও শুরু করে দিয়েছে। সাফল্য খুশি সেই খুদেও। অকপটেই বলছে, ইন্টারনেট থেকেই আমি সব শিকেছি। খেলাধূলার থেকে পড়তে বেশি ভাল লাগে। তাই সবসময় এসব নিয়েই থাকি। স্কুলের শিক্ষকরাও সাহায্য করেন। মাও খুব হেল্প করে। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে। খুবই ভাল লাগছে। চাই আগামীতে মাধ্যমিকেও খুব ভাল রেজাল্ট করতে।