শিয়ালদহ-বালুরঘাট ট্রেনের মধ্যেই রাখা ছিল ওইগুলো, চমকে গেল জিআরপি
Train: এ দিকে এই ঘটনায় ৫১৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপের বোতল উদ্ধার হয়েছে। তবে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বালুরঘাট হয়ে নিষিদ্ধ কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচার করা হতো।
বালুরঘাট: বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। তারপরও পাচার যেন কোনওভাবেই থামছে না। এবার বাংলাদেশে পাচারের আগে ফের উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাপ। উদ্ধার করল বালুরঘাট জিআরপি থানার পুলিশ। বুধবার সকালে বালুরঘাট শিয়ালদহ ট্রেন থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাফ সিরাপগুলি। যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যাচ্ছে, এই ঘটনায় ৫১৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপের বোতল উদ্ধার হয়েছে। তবে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বালুরঘাট হয়ে নিষিদ্ধ কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচার করা হতো।
জানা গিয়েছে, বুধবার সকালে বালুরঘাটগামী শিয়ালদহ-বালুরঘাট ট্রেন থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাফ সিরাপ গুলি। গঙ্গারামপুর ও রামপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনের জেনারেল কামরায় কাফ সিরাপগুলি নজরে আসে জিআরপি পুলিশের। এরপর খবর দেওয়া হয় বালুরঘাট জিআরপিতে। খবর পেয়ে বালুরঘাট স্টেশনে উপস্থিত হন ওসি দিলীপ মাহাতো। উদ্ধার হয় প্রায় ৫১৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এগুলি পাচারের জন্যই চারটি ব্যাগে করে আনা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলশের। উদ্ধার হওয়া কাফ সিরাপগুলি কার বা এই চক্রে কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ।
এ প্রসঙ্গে ওসি দিলীপ মাহাতো বলেন, “আপ শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেসের সিটের নিচে ব্যাগ দেখা যায়। সেই ব্যাগ খুলতেই মেলে এই সকল কাফ সিরাপ।”