Balurghat: গলা অবধি মদ গিলে নিজের বাড়িই আগুন পুড়িয়েছিল, এবার হাজতে ‘গুণধর’ ছেলে
Balurghat: মঙ্গলবার দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। আশপাশের ক্ষতিগ্রস্ত বাড়িগুলির প্রতিবেশীরা ইতিমধ্যেই বছর বাইশের কুশের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। আগামিকাল অভিযুক্ত যুবককে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হবে।

বালুরঘাট: মায়ের সঙ্গে ঝগড়া করে মদ্যপ অবস্থায় নিজের বাড়িতেই আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছিল যুবক। দাউদাউ করে জ্বলেছিল বাড়ি। শুধু নিজের বাড়ি নয়, আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে ফেলেছিল সেই অগ্নিকাণ্ডে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চিঙ্গিশপুর গ্রামের ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। গতরাতের পর থেকে ওই বাড়ির কারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির সবাই এলাকা ছেড়ে পালিয়েছিল। আর এরপর থেকেই পুলিশ খুঁজে বেরাচ্ছিল নিজের বাড়িতেই অগ্নিকাণ্ড ঘটানো গুণধর কুশ পাহানকে। অবশেষে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। আশপাশের ক্ষতিগ্রস্ত বাড়িগুলির প্রতিবেশীরা ইতিমধ্যেই বছর বাইশের কুশের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। আগামিকাল অভিযুক্ত যুবককে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হবে।
সোমবার সন্ধেয় ওই অগ্নিকাণ্ডের ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ। সঙ্গে ছিল বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। আজ অভিযুক্ত যুবককে গ্রেফতারির পর ডিএসপি হেড কোয়ার্টার জানান, “কুশকে আজ দুপুরে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কাল থেকে পলাতক ছিল। একাধিকবার অভিযান চালিয়ে আজ তাকে ধরা হয়েছে।” গতরাতের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে আদালতে। ডিএসপি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করে তদন্ত চালানো হচ্ছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত সন্ধের ওই ঘটনায় কুশ পাহানের বাড়ি তো আগুনে পুড়েছেই, সঙ্গে আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে। কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বেঁচেছেন প্রতিবেশীরা। কিন্তু টাকা-পয়সা, জরুরি কাগজপত্র কিছুই বের করতে পারেননি তাঁরা। গতরাতে স্থানীয় বিডিও গিয়েছিলেন ঘটনাস্থলে। ব্লক প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে শীতবস্ত্র, ত্রিপল ও খাবার-দাবার তুলে দেওয়া হয়েছিল। মঙ্গলবার ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যান বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।





