Snake Venom: ফ্রান্স থেকে আনা জারে ১২ কোটির সাপের বিষ, গ্রেফতার ১

Dinajpur: জানা গিয়েছে, ধৃত তপনের বাড়ি হিলি থানার ত্রিমোহিনীতে। তবে হিলি থানার ভীমপুর বিওপি'র উত্তর জামালপুরে কাঁটাতারের ওপারে তাঁর একটি ভাড়া বাড়ি আছে। অভিযোগ, সেই বাড়ি থেকেই সাপের বিষ ভর্তি জার উদ্ধার করে বিএসএফ। এখানে বড় কোনও চক্র চলছে কি না, আর কেউ যুক্ত কি না সবই খোঁজ করছে তদন্তকারীরা।

Snake Venom: ফ্রান্স থেকে আনা জারে ১২ কোটির সাপের বিষ, গ্রেফতার ১
এই জারটি উদ্ধার করা হয়েছে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2024 | 10:13 PM

হিলি: বিষে শুধু প্রাণ যায় এমনই নয়, বিষ বেঁচে কয়েক কোটি টাকা রোজগারও হয়। হিলি সীমান্ত ধরে প্রায় ১২ কোটি টাকার সাপের বিষ ভর্তি জার উদ্ধার করা হল। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় তা উদ্ধার করা হয়। বালুরঘাট বনদফতরের হাতে সাপের বিষ ভর্তি জার ও ধৃতকে তুলে দেয় বিএসএফ। ধৃতের নাম তপন অধিকারী (৫০)। বৃহস্পতিবারের ঘটনা। অভিযুক্তের অবশ্য দাবি, তিনি এরকম কোনও কাজে যুক্ত নন।

জানা গিয়েছে, ধৃত তপনের বাড়ি হিলি থানার ত্রিমোহিনীতে। তবে হিলি থানার ভীমপুর বিওপি’র উত্তর জামালপুরে কাঁটাতারের ওপারে তাঁর একটি ভাড়া বাড়ি আছে। অভিযোগ, সেই বাড়ি থেকেই সাপের বিষ ভর্তি জার উদ্ধার করে বিএসএফ। এখানে বড় কোনও চক্র চলছে কি না, আর কেউ যুক্ত কি না সবই খোঁজ করছে তদন্তকারীরা।

বিএসএফের তরফে জানানো হয়েছে, ২৮ সেমি উচ্চতা বিশিষ্ট জারটি ফ্রান্সে তৈরি করা হয়েছে। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম। বালুরঘাট বনদফতরের রেঞ্জার সুকান্ত ওঝা জানান, বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে সাপের বিষ ভর্তি একটি জার তুলে দেওয়া হয়েছে। ধৃতকে শুক্রবার বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। অন্যদিকে সাপের বিষের নমুনা সংগ্রহ করে তা মুম্বইয়ে পরীক্ষা করতে পাঠানো হবে।