Balurghat Hospital: হাসপাতালেই ভ্রু প্ল্যাক! মহিলা কর্মীর গলায় ব্লেড চালানোর অভিযোগে সরগরম বালুরঘাট
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ড্রেস পরা কর্মরত এক মহিলাকর্মী আর এক মহিলার ভ্রু তুলে দিচ্ছেন। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। তবে প্রশ্ন উঠছে, হাসপাতালের ভিতরে ভেতরে কীভাবে ওই কর্মকাণ্ড চালাতে পারেন কর্মীরা।
বালুরঘাট: হাসপাতালের ভিতরেই অসামাজিক কার্যকলাপের অভিযোগ। হাসপাতালের অস্থায়ী কর্মীদের মধ্যে বিবাদের জেরে এই মহিলা কর্মীর গলায় ব্লেড চালানোরও অভিযোগ উঠেছে। এর পাশাপাশি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের মধ্যেই কর্তব্যরত এক মহিলাকর্মী অপর এক জনের ভ্রু প্ল্যাক করছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। কিন্তু এই সব ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহ সভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে মদতের অভিযোগ উঠেছে। যা ঘিরে কটাক্ষ করেছে বিজেপি।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ড্রেস পরা কর্মরত এক মহিলাকর্মী আর এক মহিলার ভ্রু তুলে দিচ্ছেন। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। তবে প্রশ্ন উঠছে, হাসপাতালের ভিতরে ভেতরে কীভাবে ওই কর্মকাণ্ড চালাতে পারেন কর্মীরা। এমনকি হাসপাতালে ঘর দখল করে সেখানে অসামাজিক ও যৌনকর্মের অভিযোগে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছিল কর্মীদের দুই গোষ্ঠীই। এক গোষ্ঠীর দাবি, অপর গোষ্ঠীকে মদত দেয় তৃণমূলের এক শ্রমিক নেতা। সেই নেতার প্রভাবেই ভেতরে দাপট দেখায় ওই গোষ্ঠী। এমনকি ওই নেতার প্রভাবেই এক ওয়ার্ডগার্লের গলায় ব্লেড চালানো হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়।
প্রসঙ্গত, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মাঝেমধ্যেই কোম্পানি অধিকৃত কর্মীদের নানা বিক্ষোভ চলে। তবে সম্প্রতি ওই কর্মীরা দু’ভাগে হয়ে গিয়েছেন। এক গোষ্ঠীর পিছনে তৃণমূলের এক নেতার যোগ রয়েছে বলেই অভিযোগ। সেই নেতার মদতেই নানা অসামাজিক কাজ চলে বলে অভিযোগ। এ দিন ওয়ার্ড গার্লের গলা ব্লেড চালানোর অভিযোগে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস বলেন, “এই ধরনের অভিযোগ পেয়েছি। বিষয়টি কোনও ভাবেই কাম্য নয়। আমরা ওই কোম্পানিকে জানিয়েছি। তবে পরিষেবা নিয়ে কোনও সমস্যা হয়নি। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, “সব জায়গায়েই নোংরামি করাই তৃণমূলের সংস্কৃতি। দালালরাজ করে টাকা লুঠ তাঁদের উদ্দেশ্য। হাসপাতালটাকেও তৃণমূলের একটা গুণ্ডা নিয়ন্ত্রণ করছে। এদের উৎখাত না করলে এই সব সমস্যা থেকে মুক্তি মিলবে না।” এই ঘটনা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেছেন, “নির্বাচন আসছে। তাই তৃণমূল দলকে অপবাদ দিতে এই কাজ করা হচ্ছে চক্রান্ত করে। আমি হাসপাতালের স্টাফ নই। সেখানে সব সময় থাকি না। কমিটি করা আছে। যাঁরা কমিটিতে আছে, তাঁরাই অভিযোগ করছে।”