‘তৃণমূল ক্ষমতায় এলে চারটে পাকিস্তান বানাবে’, বিজেপি প্রার্থীর মন্তব্যে বিতর্ক
দিন কয়েক আগে বীরভূমের নানুরের তৃণমূল নেতা শেখ আলমের হুমকিতে বিতর্ক সৃষ্টি হয়। তিনি বলেন, "৩০ শতাংশ মুসলিম ইচ্ছা করলে ভারতে চারটে পাকিস্তান বানাতে পারে। ফেরাতে পারে সূচপুর গণহত্যার স্মৃতি।''
গঙ্গারামপুর: বাংলায় একুশের ভোটযুদ্ধে (West Bengal Assembly Election 2021) নেতাদের মুখে যেন হঠাৎই প্রাসঙ্গিক হয়ে উঠেছে পাকিস্তান! তৃণমূল ও বিজেপি দুই যুযুধান শিবিরের নেতাদের মুখে অহরহ উঠে আসছে পাকিস্তান। “তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে চারটে পাকিস্তান বানাবে।” ভোট প্রচারে এসে এমনই মন্তব্য করে এবার বিতর্ক সৃষ্টি করলেন গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী (BJP Candidate) সত্যেন্দ্রনাথ রায়।
শুক্রবার ভোটপ্রচারে বেরোন গঙ্গারানপুরের বিজেপি প্রার্থী। একটি সভা থেকে তিনি তৃণমূল (TMC) কে নিয়ে এমনই মন্তব্য করেন তিনি। যার তীব্র সমালোচনা করেছে ঘাসফুল শিবির। ভোট প্রচারের নামে সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মের বিভাজনের রাজনীতি করছেন বিজেপি প্রার্থী। সত্যেন্দ্রের মন্তব্যের প্রেক্ষিতে এমনই অভিযোগ করেছে তৃণমূল। এনিয়ে তৃণমূলের পক্ষ থেকে জেলার নির্বাচন দফতরের কাছে অনলাইনে অভিযোগও দায়ের করা হয়েছে। গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী গৌতম দাস এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। তাঁর কথায়, “বিভাজনের রাজনীতি করছে বিজেপি। জেলাজুড়ে এতদিন যে সংস্কৃতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় ছিল, তা ধ্বংস করছে বিজেপির ধর্মীয় মেরুকরণ রাজনীতি।”
অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের সাফাই, “তৃণমূল নেতারা প্রকাশ্যে বলেছেন তাঁরা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে চারটি পাকিস্তান বানানোর ক্ষমতা রাখে। সে কথাই তো মানুষের সামনে নিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী। এখানে ধর্মীয় মেরুকরণের কোন প্রশ্ন নেই।”
প্রসঙ্গত, দিন কয়েক আগে বীরভূমের নানুরের তৃণমূল নেতা শেখ আলমের হুমকিতে বিতর্ক সৃষ্টি হয়। তিনি বলেন, “৩০ শতাংশ মুসলিম ইচ্ছা করলে ভারতে চারটে পাকিস্তান বানাতে পারে। ফেরাতে পারে সূচপুর গণহত্যার স্মৃতি।” সেই ঘটনার প্রেক্ষিতেই বিজেপি প্রার্থীর এই মন্তব্য বলে সওয়াল করেছে বিজেপি নেতৃত্ব। কিন্তু রাজনৈতিক মহলের কথায়, বাংলার নির্বাচনে কেন পাকিস্তানকে ইস্যু করা হচ্ছে? এটা কীভাবে বাংলার ভোটপ্রচারের ইস্যু হতে পারে?
আরও পড়ুন: ‘চার পাকিস্তান’ মন্তব্যের জের, তৃণমূল নেতাকে শোকজ নির্বাচন কমিশনের
কিছুদিন আগে বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী ভোটপ্রচারে গিয়ে ‘পাকিস্তান প্রসঙ্গ’ তোলেন। তিনি মন্তব্য করেন ‘যারা পাকিস্তান জিতলে বোমা ফাটায়, তাদের কি ভোট দেবেন? নাকি ঘরের ছেলেকে জেতাবেন?’ তৃণমূল দাবি করে নন্দীগ্রামে ধর্মীয় বিভাজনের রেখা টেনে ভোট পেতে চাইছেন শুভেন্দু। ফের তাঁর দলের আর এক প্রার্থীর কথায় উঠে এল সেই পাকিস্তান প্রসঙ্গ।