Child Body: আট বছরের বাচ্চার বস্তাবন্দি দেহ খাঁড়িতে, প্রতিবেশির বাড়িতে জ্বলল আগুন, নামল র‍্যাফ

Balurghat: একে গোপালন কলোনির দীপ হালদার থাকত ঠাকুমার কাছে। বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। মা নেই। শনিবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল সে।

Child Body: আট বছরের বাচ্চার বস্তাবন্দি দেহ খাঁড়িতে, প্রতিবেশির বাড়িতে জ্বলল আগুন, নামল র‍্যাফ
আট বছরের বাচ্চার বস্তাবন্দি দেহ খাঁড়িতে, অগ্নিগর্ভ বালুরঘাট।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 9:23 PM

দক্ষিণ দিনাজপুর: আট বছরের নিখোঁজ শিশুর দেহ উদ্ধার (Body Found) ঘিরে উত্তপ্ত বালুরঘাট (Balurghat)। নিহতের নাম দীপ হালদার। রবিবার একটি খাঁড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় এই নাবালকের। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রতিবেশি এক পরিবারকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত মানস সিং ও তাঁর মা, বাবা, বোনকে গ্রেফতার করে তপন থানার পুলিশ। পরে তাঁদের তুলে দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশের হাতে।

একে গোপালন কলোনির দীপ হালদার থাকত ঠাকুমার কাছে। বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। মা নেই। শনিবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল সে। পরিবারের অভিযোগ ছিল, প্রতিবেশি মানস সিং দীপকে অপহরণ করেছে। রবিবার দুপুরে বালুরঘাট থানায় মানসের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। এরপরই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। তপন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় চারজনকে। তাঁদের জেরাতেই জানা যায়, মানসের বাড়ির পাশে আত্রেয়ী নদীর খাঁড়িতে পড়ে রয়েছে দীপের মৃতদেহ। এমনও অভিযোগ ওঠে, বাড়িতে তেমন অভিভাবকের জোর না থাকায় দীপকে অন্যত্র পাচারের পরিকল্পনা করছিলেন অভিযুক্ত। তাতে বাধা পেতেই এই ঘটনা ঘটান।

এদিকে এই ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় মানসের বাড়িতে ভাঙচুর চালান এলাকার জনতা। বাড়িঘর তছনছ করার পাশাপাশি যাবতীয় জিনিস এলাকার মাঠে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকার এক বাসিন্দা বলেন, “ওই মানস সিং ও তার মা, বাবা, বোন বাচ্চাটাকে পাচারের চক্রান্ত করছিল। না পেরে বোধহয় আঘাত করে। ভেবেছিল অজ্ঞান করে নিয়ে যাবে। কিন্তু বাচ্চাটা মরেই গিয়েছে।”

অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বালুরঘাট থানাতেও দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকার লোকজন। পরিস্থিতি এতটাই অগ্নগর্ভ হয়ে ওঠে, তা সামলাতে বিশাল পুলিশবাহিনীর পাশাপাশি নামানো হয় র‍্যাফ। পুলিস সূত্রে খবর, শনিবার রাতেই ওই শিশুকে খুন করা হয়। এরপরই তাকে হাত পা বেঁধে বস্তায় ভরে বাড়ির পাশেই আত্রেয়ী নদীর খাঁড়ির ঝোপে ফেলে দেওয়া হয়। মানস সিং ছাড়াও গ্রেফতার করা হয় তাঁর বাবা রবিন সিং, মা দুলো সিং ও বোন মানসী সিংকে।