Balurghat: বন্ধুরা মিলে হৈ-হৈ করে নেমেছিল নদীতে, চোরাবালি কেড়ে নিল তরতাজা প্রাণ

Balurghat: শনিবার দুপুরের ঘটনা। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে আত্রেয়ী নদীতে তলিয়ে যায় বছর ২৪ এর অসীম মণ্ডল

Balurghat: বন্ধুরা মিলে হৈ-হৈ করে নেমেছিল নদীতে, চোরাবালি কেড়ে নিল তরতাজা প্রাণ
বালুরঘাটে নিখোঁজ যুবক (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 10:00 AM

কুমারগঞ্জ: বন্ধুদের সঙ্গে নিয়ে নেমেছিলেন স্নানে। সেই আনন্দ যে এক লহমায় বিপদ ডেকে আনবে তা হয়ত ঠাউর করতে পারেননি যুবক। আত্রেয়ী নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন তিনি।

শনিবার দুপুরের ঘটনা। বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে আত্রেয়ী নদীতে তলিয়ে যায় বছর ২৪ এর অসীম মণ্ডল। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জে। পরে ওই যুবকের বন্ধুরাই জানান এলাকাবাসীকে।

বিষয়টি জানতে পেরেই উদ্ধার কাজে হাত লাগায় কুমারগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। জেলে ও স্থানীয় বাসিন্দাদের নদীতে নামিয়ে তল্লাশি চালানো হয়৷ তবে গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত খোঁজাখুঁজি করলেও তার কোনও খোঁজ মেলেনি৷ এদিকে রায়গঞ্জ থেকে উদ্ধারকারী দল রাতেই এসে পৌঁছয় কুমারগঞ্জে। তারা উদ্ধার কাজ রাতেই শুরু করে। এরপর আজ সকাল থেকেও ফের উদ্ধার কাজ শুরু করছে আত্রেয়ী নদীতে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীতে চোরাবালি থাকার কারণেই যুবক তলিয়ে গেছে। বিগত দিনে ওই এলাকায় আরও একজন তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় স্থানীয় ডুবুরি এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের। এমত অবস্থায় শোকের ছায়া নেমেছে, এলাকা জুড়ে।

অপরদিকে, মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গতকালই গিয়েছন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিঁয়া।