Balurghat : পুরুষরা অংশ নিতে পারেন না, বৃষ্টির আশায় মাঠে পুজো মহিলাদের
Balurghat : এই পূজায় শুধুমাত্র মহিলারাই অংশগ্রহণ করেন। সেখানে কোনও পুরুষ কোনওভাবেই অংশগ্রহণ করতে পারেন না।
বালুরঘাট: বর্ষাকাল পড়ে গিয়েছে। বৃষ্টিতে জলমগ্ন আশপাশের একাধিক জেলা। বৃষ্টিতে জলমগ্ন হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। সেখানে দক্ষিণ দিনাজপুর জেলা এখনও বৃষ্টির অপেক্ষায়। চাষের জমিতে ফাটল ধরেছে। ফলে চাষও করা যাচ্ছে না। এই অবস্থায় বৃষ্টির আশায় ইন্দ্রদেবের পুজো করলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভূষিলা এলাকার মহিলারা। সোমবার দুপুরে ভূষলা এলাকার মহিলারা একত্রিত হয়ে মাঠে ইন্দ্রদেবের পূজার আয়োজন করেন। তবে এই পুজোয় পুরুষদের অংশগ্রহণ নিষিদ্ধ।
মহিলারা চাষের জমিতে কোদাল, লাঙল, মই-সহ নানা চাষের সরঞ্জাম নিয়ে ইন্দ্রদেবের পূজা, আরাধনায় মেতে ওঠেন। দীর্ঘদিন ধরেই ওই এলাকার মহিলারা বৃষ্টির আশায় এই পূজা করেন।
তবে এই পূজায় শুধুমাত্র মহিলারাই অংশগ্রহণ করেন। সেখানে কোনও পুরুষ কোনওভাবেই অংশগ্রহণ করতে পারেন না। পুজোর আয়োজক মাতি মুর্মু, মিনতি চক্রবর্তীরা বলেন, “বর্ষাকাল পড়ে গিয়েছে। কিন্তু, এখনও বৃষ্টি শুরু হয়নি। পুকুর শুকিয়ে যাচ্ছে। জমি থেকে পাট কাটলেও জাগ (জলে পাট পচানো) দিতে পারছি না। আবার মাঠ শুকিয়ে ফেটে গিয়েছে। ধানও রোপণ করা যাচ্ছে না।” জমিতে চাষ করতে না পেরে চিন্তায় পড়েছেন কৃষকরা। এখন ধান রোপণ করতে না পারলে ক্ষতি হবে তাঁদের। এই নিয়ে উদ্বিগ্ন কৃষকরা।
এই অবস্থায় আজ মাঠে পুজো করেন মহিলারা। তাঁরা বলেন, “বৃষ্টি না হলে আমরা প্রতি বছর পুজো করি। তবে শুধু মহিলারা অংশ নেন। আমাদের বিশ্বাস পুজো করলে বৃষ্টি হবে।” আর বৃষ্টি হলে কৃষকরা ধান রোপণ করতে পারবেন। সেই আশাতেই আজ ইন্দ্রদেবের আরাধনায় মেতে উঠলেন মহিলারা।