COVID: ডুয়ার্সে হু হু করে বাড়ছে সংক্রমণ, কোভিডে আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু
COVID: জানা গিয়েছে, গত ৭ জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে ওই মহিলা মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
জলপাইগুড়ি: উত্তরে করোনা সংক্রামিত আরও এক রোগীর মৃত্যু হল। রবিবার মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মৃত্যু ঘটল এক করোনা আক্রান্ত এক বৃদ্ধের। যদিও তাঁর শরীরে অন্যান্য কয়েকটি রোগের লক্ষণও ছিল বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। মৃতার বাড়ি নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনে।
জানা গিয়েছে, গত ৭ জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে ওই মহিলা মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। রবিবার সকালে মৃত্যু হয় তাঁর। গত বছর বিধানসভা নির্বাচনের পর ডুয়ার্সের মাল মহকুমা এলাকায় করোনা সংক্রমণের প্রকোপ বেড়ে উঠেছিল। স্বাস্থ্য দফতর তৎপরতার সঙ্গে মোকাবিলা করেছিল।
তারপর বর্ষা পরবর্তীকালে করোনার প্রকোপ হ্রাস পেতে শুরু করে। উৎসবের সময় থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে জনজীবন। চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে স্কুল কলেজ খোলার প্রক্রিয়া শুরু হয়।
জুলাই মাসের শুরু থেকে আবার সংক্রমণের খবর পাওয়া যেতে শুরু হয়। এরই মাঝে রবিবার মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এক কোভিড পজিটিভ রোগীর মৃত্যু ঘিরে স্বাস্থ্য অধিকর্তাদের মনে চিন্তার ভাঁজ পড়ল।
যদিও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কোন শারীরিক সমস্যা থাকলে হাসপাতাল ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কোভিডে দৈনিক সংক্রমণের হারও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাতে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব আরও বেশি করে মানার পরামর্শ দিয়েছেন।