Loksabha Election: দার্জিলিং-এ কি খেলা ঘোরাতে পারবে তৃণমূল? কে থাবা বসাবে বিজেপির শক্ত জমিতে?
Darjeeling: দার্জিলিং পরিচিত পর্যটন শিল্প এবং চা বাগানের জন্য। প্রাথমিকভাবে এই কেন্দ্রের রাজনীতিও আবর্তিত ছিল চা শ্রমিকদের সংগঠনকে কেন্দ্র করে। প্রথম দিকে শ্রমিক সংগঠনগুলি কংগ্রেসের দখলে ছিল, কালক্রমে তা বাম দিকে ঝোঁকে।
দার্জিলিং: পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল দার্জিলিং লোকসভা। স্বাধীনতার পর থেকেই, এই কেন্দ্রে পৃথক গোর্খাল্যান্ড গঠনের দাবিতে দফায় দফায় আন্দোলন মাথাচাড়া দিয়েছিল। তাই স্বাধীনতার পর থেকে বারবারই এই কেন্দ্রের রাজনৈতিক মেজাজ বদলেছে। অধিকাংশ সময় এই কেন্দ্রে ক্ষমতার হাতবদল হয়েছে জাতীয় কংগ্রেস এবং সিপিআই(এম)-এর মধ্যে। ২০০৯ সাল থেকে এই লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। বর্তমান সাংসদ রাজু বিস্তা। এখনও পর্যন্ত এই লোকসভা কেন্দ্রে একবারও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। এবার এই ইতিহাস বদলাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
দার্জিলিং লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল- কালিম্পং, দার্জিলিং, কার্সিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি (ST), শিলিগুড়ি, ফাঁসিদেওয়া (SC), চোপড়া। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,০০,৫৬৪। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ১৬.৮ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ১৯.৪ শতাংশ। সংখ্যালঘু ভোটার ১৪.৪ শতাংশ। গ্রামীণ ভোটার ৬৬.২ শতাংশ। শহুরে ভোটার ৩৩.৮ শতাংশ।
দার্জিলিং পরিচিত পর্যটন শিল্প এবং চা বাগানের জন্য। প্রাথমিকভাবে এই কেন্দ্রের রাজনীতিও আবর্তিত ছিল চা শ্রমিকদের সংগঠনকে কেন্দ্র করে। প্রথম দিকে শ্রমিক সংগঠনগুলি কংগ্রেসের দখলে ছিল, কালক্রমে তা বাম দিকে ঝোঁকে। ১৯৫৭ এবং ১৯৬২ সালের লোকসভা নির্বাচনে পরপর দুইবার কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন থিওডর মানেন। ১৯৭১ সালের পঞ্চম লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রথমবার জিতেছিল সিপিআই(এম)। আটের দশকের শেষদিকে দার্জিলিংয়ে ছড়িয়ে পড়েছিল পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন। রাস্তার আন্দোলনকে সংসদে পৌঁছে দিতে রাজনৈতিক দল, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠন করেছিল আন্দোলনকারীরা। ১৯৮৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের ইন্দ্রজিৎ।
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | বিজেপি | তৃণমূল |
২০১৯ | কালিম্পং | ৯৬,৮৭৭ | ৩৪,৩০২ |
২০২১ | কালিম্পং | ৫৪,৩৩৬ | ৫৮,২০৬ (বিনয়গোষ্ঠী GJM) |
২০১৯ | দার্জিলিং | ১,১৯,৪২৮ | ৩৩,৬০৪ |
২০২১ | দার্জিলিং | ৬৮,৯০৭ | ৪৭,৬৩১ (বিনয়গোষ্ঠী GJM) |
২০১৯ | কার্সিয়াং | ১,২২,৩৯৩ | ৩৪,৭৯৬ |
২০২১ | কার্সিয়াং | ৭৩,৪৭৫ | ৫৭,৯৬০ (বিনয়গোষ্ঠী GJM) |
২০১৯ | মাটিগাড়া-নকশালবাড়ি | ১,৪৪,১৭৫ | ৪৫,২৭৭ |
২০২১ | মাটিগাড়া-নকশালবাড়ি | ১,৩৯,৭৮৫ | ৬৮,৯৭৩ |
২০১৯ | শিলিগুড়ি | ১,০৫,১৪৮ | ৩৯,৬৬২ |
২০২১ | শিলিগুড়ি | ৮৯,৩৭০ | ৫৩,৭৮৪ |
২০১৯ | ফাঁসিদেওয়া | ১,০৭,১১৫ | ৫৩,৮৫৪ |
২০২১ | ফাঁসিদেওয়া | ১,০৫,৬৫১ | ৭৭,৯৪০ |
২০১৯ | চোপড়া | ৪৯,৫২১ | ৯৪,২৯৮ |
২০২১ | চোপড়া | ৬০,০১৮ | ১,২৪,৯২৩ |
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
কালিম্পংয়ে জিতেছিলেন রুদেন সাদা লেপচা (বিনয়গোষ্ঠী GJM)। দার্জিলিংয়ে জিতেছিলেন বিজেপির নীরজ তামাং জিম্বা। কার্সিয়াংয়ে জয়ী হন বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা। মাটিগাড়া-নকশাল বাড়িতে জেতেন পদ্মপ্রার্থী আনন্দময় বর্মন। শিলিগুড়িতে জয়ী হন বিজেপির শঙ্কর ঘোষ। ফাঁসিদেওয়া আসনে জয়লাভ করেন বিজেপির দুর্গা মুর্মু। আর চোপড়ায় জয়ী হন তৃণমূলের হামিদুল রহমান।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৫৯.৬ শতাংশ ভোট। তৃণমূল ২৬.৯ শতাংশ ও কংগ্রেস ৫.২ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৪৪.৫ শতাংশ ভোট। তৃণমূল ২৪.৫ শতাংশ ও কংগ্রেস ২.৮ শতাংশ ভোট পায়।
চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?
এবারেও বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ রাজু বিস্তা। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন গোপাল লামা। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন মুনীশ তামাং। এসইউসিআই-এর হয়ে শাহরিয়ার আলম।