Dengue: চওড়া হচ্ছে থাবা, ডেঙ্গিতে শিলিগুড়িতে ফের মৃত্যু হল ১ জনের

Siliguri Dengue: হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম সনৎ কুমার দাস। তিনি শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মৃত্যুর কারণ হিসাবে মস্তিষ্কে রক্তক্ষরণ লেখা হলেও তাঁর ডেঙ্গি রিপোর্ট পজেটিভ ছিল।

Dengue: চওড়া হচ্ছে থাবা, ডেঙ্গিতে শিলিগুড়িতে ফের মৃত্যু হল ১ জনের
পরিস্থিতি খতিয়ে দেখছেন গৌতম দেব (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2022 | 12:00 PM

শিলিগুড়ি: বর্ষা আসতেই রাজ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেড়েছে মশার উপদ্রব। যার জেরে আক্রান্তের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে শিলিগুড়িতে। ইতিমধ্যে শহরে ডেঙ্গির কামড়ে মৃত দুই। আক্রান্ত বেড়ে হয়েছে ৪৭৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম সনৎ কুমার দাস। তিনি শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মৃত্যুর কারণ হিসাবে মস্তিষ্কে রক্তক্ষরণ লেখা হলেও তাঁর ডেঙ্গি রিপোর্ট পজেটিভ ছিল। এদিকে, ওই ব্যক্তির মৃত্যু নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের অভিযোগ ইচ্ছা করেই মৃত্যুর কারণ ডেঙ্গি লেখা হচ্ছে না৷

এ দিকে, রোজই বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন মেয়র গৌতম দেব। তবে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলে খবর। শহরের একাধিক এলাকায় ফগিং ও স্প্রে শুরু করা হয়েছে বলেও জানা গিয়েছে।

বস্তুত, রোজই শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা রমরমিয়ে বাড়ছে। এক প্রকার শিলিগুড়িতে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। এবার আক্রান্ত হয়ে মৃত্যু হল সঞ্জিত রায় নামে এক যুবকের। পৌর এলাকায় মিলনপল্লিতে থাকত ওই যুবক। গতকাল মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব।

এই পরিস্থিতিতে শিলিগুড়িতে বিক্ষোভও দেখায় বামেরা। তাঁদের অভিযোগ, ডেঙ্গি নিয়ন্ত্রণে উদাসীন পৌর নিগম। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বৃহস্পতিবার দুপুরে জরুরি বৈঠক করেছে পৌরনিগম। দুপুরে ওই বৈঠকে মেয়র ছাড়াও স্বাস্থ্য দফতরের সমস্ত আধিকারিক ছিলেন।