Siliguri Dengue: ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ, শিলিগুড়িতে এক দিনে ডেঙ্গিতে আক্রান্ত ৪২
Siliguri Dengue: এই পরিস্থিতিতে আজ শিলিগুড়িতে বিক্ষোভ দেখায় বামেরা। তাঁদের অভিযোগ, ডেঙ্গি নিয়ন্ত্রণে উদাসীন পৌর নিগম। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
শিলিগুড়ি: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮১। গত এক দিনে ৪২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে শহরে ডেঙ্গির আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই পরিস্থিতিতে জেলাশাসককে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করতে যাবেন বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।
গত কয়েক মাস ধরেই শিলিগুড়িতে ডেঙ্গির প্রকোপ চলছে। কোনওভাবেই ডেঙ্গিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিন জ্বরে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। তাদের রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গির জীবাণু মিলছে।
গত একদিনে ৪২ জন আক্রান্তের সংখ্যাও রেকর্ড বলে জানা গিয়েছে। ডেঙ্গি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় এ নিয়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে। দ্রুত একাধিক ফিভার ক্লিনিক খোলার দাবিও তুলেছেন বাসিন্দারা। যদিও মেয়র গৌতম দেবের দাবি, নানা পদক্ষেপ করা হচ্ছে।
শিলিগুড়িতে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। এবার আক্রান্ত হয়ে মৃত্যু হল সঞ্জিত রায় নামে এক যুবকের। পৌর এলাকায় মিলনপল্লিতে থাকত ওই যুবক। গতকাল মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব।
এই পরিস্থিতিতে আজ শিলিগুড়িতে বিক্ষোভ দেখায় বামেরা। তাঁদের অভিযোগ, ডেঙ্গি নিয়ন্ত্রণে উদাসীন পৌর নিগম। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বৃহস্পতিবার দুপুরে জরুরি বৈঠক করেছে পৌরনিগম। দুপুরে ওই বৈঠকে মেয়র ছাড়াও স্বাস্থ্য দফতরের সমস্ত আধিকারিক ছিলেন।
ডেঙ্গির বাড়বাড়ন্তে ঘটনায় উদ্বেগে শহরের বাসিন্দারাও। শহরে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা। ডেঙ্গি নিয়ন্ত্রণে না আসায় পৌরনিগম, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়ার্ডগুলিতে নিয়মিত স্প্রে, ফগিং হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।