Passport Scam: জাল পাসপোর্ট কাণ্ডে CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য, গরিব মহিলাদের পাঠানো হত মধ্যপ্রাচ্যে?

Passport Scam: শনিবার নাকশালবাড়িতে হানা দিয়ে বরুণ সিং রাঠোর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তাঁকে সিকিমের আদালতে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লি নিয়ে যাওয়া হবে। গতকাল যে প্যাকেট উদ্ধার হয়েছে তার মধ্যে থেকে রাশি-রাশি পাসপোর্ট উদ্ধার হয়েছে

Passport Scam: জাল পাসপোর্ট কাণ্ডে CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য, গরিব মহিলাদের পাঠানো হত মধ্যপ্রাচ্যে?
আন্তর্জাতিক নারী পাচারের যোগ পেল CBI?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 4:19 PM

শিলিগুড়ি: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে তেড়েফুঁড়ে নেমেছে সিবিআই। মোটা টাকার বিনিময়ে ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট তৈরি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেই সূত্র ধরেই শিলিগুড়ি, গ্যাংটক-সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছেন গোয়েন্দারা। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সিবিআই-এর হাতে। নেপাল যোগের প্রমাণ পেলেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। শুধু তাই নয়, পাসপোর্ট-কাণ্ডে আন্তর্জাতিক নারী পাচার চক্রের হদিশ মিলেছে।

শনিবার নাকশালবাড়িতে হানা দিয়ে বরুণ সিং রাঠোর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তাঁকে সিকিমের আদালতে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লি নিয়ে যাওয়া হবে। গতকাল যে প্যাকেট উদ্ধার হয়েছে তার মধ্যে থেকে রাশি-রাশি পাসপোর্ট উদ্ধার হয়েছে। সেগুলি শুধু ডেলিভারির অপেক্ষায় ছিল। আর পাসপোর্টগুলির অধিকাংশ ক্ষেত্রেই রয়েছে মহিলাদের নাম। দেশের বিভিন্ন রাজ্যের নাম রয়েছে সেই ঠিকানায় দেওয়া। সূত্রের খবর, গরিব মহিলাদের জাল পাসপোর্ট ধরিয়ে পাঠাতে হত মধ্যপ্রাচ্যে। আর তারপরই গোয়েন্দারা অনুমান করছেন নারী পাচারের যোগ।

উল্লেখ্য, পার্সপোর্ট জালিয়াতি সংক্রান্ত এই মামলাটি ভিন রাজ্যের। সম্প্রতি সিবিআই-এর তরফে এই মামলায় ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। সেই সূত্র ধরেই পশ্চিমবঙ্গ ও সিকিম মিলিয়ে মোট ৫০ জায়গায় একসঙ্গে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। সেই সূত্র ধরেই শনিবার বরুণ সিং রাঠোরকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই বরুণ সিং রাঠোর আগে স্থানীয় একটি সরকারি অফিসে কাজ করতেন। সেখানেও অনিয়মের অভিযোগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরই ওই ব্যক্তি নকল পাসপোর্ট তৈরির কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।