CBI Arrest: পঞ্চায়েতের অস্থায়ী কর্মী থেকে ৩ কোটির জমিতে বাড়ি, চমকে দেবে সিবিআইয়ের হাতে ধৃত ‘ধনপতি’
Siliguri: চমকপ্রদ উত্থান বরুণজিতের। সিবিআইয়ের হাতে তাঁর গ্রেফতারির পর উঠে আসছে নানা তথ্য। বছর দশেক আগেও বরুণ ছিলেন স্থানীয় পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। রেশন কার্ড তৈরির কাজে যুক্ত ছিলেন তিনি। তবে জালিয়াতির কারণে সেই চাকরি খোয়ান। এরপরই পাসপোর্ট-কারবারে যোগ। তাতেই ফুলে ফেঁপে ওঠেন।
শিলিগুড়ি: এবার পাসপোর্টে জালিয়াতির অভিযোগ। এই অভিযোগকে সামনে রেখে শনিবার দিনভর সিকিম ও শিলিগুড়িতে সিবিআই হানা দেয়। তাতেই শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি থেকে গ্রেফতার হন বরুণজিৎ রাঠৌর। তাঁর বাড়ির পিছন থেকে বহু নথিপত্র, জাল স্ট্যাম্প উদ্ধার করে সিবিআই। জানা গিয়েছে, এই বরুণজিৎ রাঠৌর মূলত পাসপোর্ট তৈরির এজেন্ট হিসাবে কাজ করতেন।
এদিন অসংখ্য মহিলার নথি উদ্ধার হয় বরুণজিতের বাড়ির পিছনের ফাঁকা জায়গা থেকে। নেপালের নাগরিকদের ভারতীয় ভুয়ো নথি দিয়ে বিদেশে পাচারের যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে সিবিআই। জন্ম শংসাপত্র, স্কুল সার্টিফিকেট, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নথিও উদ্ধার হয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
চমকপ্রদ উত্থান বরুণজিতের। সিবিআইয়ের হাতে তাঁর গ্রেফতারির পর উঠে আসছে নানা তথ্য। বছর দশেক আগেও বরুণ ছিলেন স্থানীয় পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। রেশন কার্ড তৈরির কাজে যুক্ত ছিলেন তিনি। তবে জালিয়াতির কারণে সেই চাকরি খোয়ান। এরপরই পাসপোর্ট-কারবারে যোগ। তাতেই ফুলে ফেঁপে ওঠেন।
এলাকায় প্রায় তিন কোটি টাকা দিয়ে জমি কিনে প্রাসাদোপম বাড়ি তৈরি করেন। গাড়ি ছাড়া চলাচল করতেন না বরুণজিৎ। বাড়িতে অনুষ্ঠান হলে এলাকায় গাড়ির লাইন লেগে যেত। মাঝেমধ্যেই গভীর রাতে কালো গাড়িতে চেপে অজানা গন্তব্যে যেতেন এই রাঠৌর। গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সির নজরে ছিলেন তিনি। এরপরই শনিবার তল্লাশি ও গ্রেফতারি।
এদিন সিকিম ও বাংলায় একযোগে হানা দেয় সিবিআই। সিকিম থেকে গ্রেফতার হন গ্যাংটকে বদলি হওয়া পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট গৌতম সাহা। সেপ্টেম্বর অবধি গৌতম শিলিগুড়ির রিজিওনাল পাসপোর্ট অফিসে কর্মরত ছিলেন। সূত্রের খবর, গৌতমেরই ঘনিষ্ঠ এই বরুণজিৎ। এদিন রাতে বরুণজিতের গাড়ির চালককেও আটক করে সিবিআই। গাড়ির কাগজপত্রও নজরে তদন্তকারীদের। একটি কালো গাড়ি চালাতেন ওই চালক। সেই গাড়িতেই নকল পাসপোর্টের ক্রেতাদের বাড়িতে নিয়ে যাওয়া হত বলে জানতে পেরেছে সিবিআই। তৈরি হত জাল কাগজপত্রও। ধৃত বরুণজিৎকে রাতেই শিলিগুড়ি নিয়ে যায় সিবিআই। তবে তাঁর বাড়িতে তল্লাশি অব্যাহত।