Sikkim Tourism: বিপর্যয় কাটিয়ে পুজোর আগেই নাথু লা, ছাঙ্গু লেক যাওয়ার ‘দরজা’ খুলে দিচ্ছে সিকিম

Sikkim: পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নাথু লা ও ছাঙ্গু লেক। সিকিম পর্যটন দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। ১৭ অক্টোবর অর্থাৎ তৃতীয়া থেকেই নাথু লা ও ছাঙ্গু লেক যাওয়ার জন্য পারমিট দেওয়া হবে বলে জানিয়েছে সিকিম সরকার।

Sikkim Tourism: বিপর্যয় কাটিয়ে পুজোর আগেই নাথু লা, ছাঙ্গু লেক যাওয়ার 'দরজা' খুলে দিচ্ছে সিকিম
ছাঙ্গু লেক (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 10:53 PM

গ্যাংটক: পুজোর ছুটিতে সিকিমে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন অনেকেই। কিন্তু সম্প্রতি সিকিমে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে, তাতে বিকল্প অপশন খুঁজতে শুরু করেছেন অনেক পর্যটক। তিস্তার হড়পা বানে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে সিকিম প্রশাসন। পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নাথু লা ও ছাঙ্গু লেক। সিকিম পর্যটন দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। ১৭ অক্টোবর অর্থাৎ তৃতীয়া থেকেই নাথু লা ও ছাঙ্গু লেক যাওয়ার জন্য পারমিট দেওয়া হবে বলে জানিয়েছে সিকিম সরকার।

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিম যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে দিয়েছিল। সিকিম সরকারের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে লাচুংয়ে তাদের উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। সিকিমের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে পর্যটনের উপর। সারা বছর ধরেই সিকিমে পর্যটকদের ভিড় লেগে থাকে। বেশিরভাগই বাঙালি। এবার পুজোর মরশুমে পর্যটকদের ভিড় আরও বাড়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক পর্যটকই চিন্তায় পড়ে গিয়েছিলেন।

পুজোর ছুটিতে আদৌ সিকিমে ঘুরতে যেতে পারবেন কি না, সেখানে কী পরিস্থিতি থাকবে তা ভেবে অনেকেই দোলাচলের মধ্যে পড়ে গিয়েছিলেন। তবে সিকিম সরকার এবার কিছুটা স্বস্তির বার্তা আনল পর্যটকদের জন্য। পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে যাচ্ছে নাথু লা, ছাঙ্গু লেক। আগামী ১৭ অক্টোবর থেকেই দেওয়া হবে পর্যটকদের পারমিট।

প্রসঙ্গত, সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হল নাথু লা, বাবা মন্দির, ছাঙ্গু লেক। পুজোর আগে এই পর্যটন স্থলগুলি সিকিম প্রশাসন খুলে দেওয়ায় খুশি বাঙালি পর্যটকরাও।