CBI Raid: জাল পাসপোর্টের রেট কত? ঘুষের অঙ্ক উঠে এল CBI তদন্তে
CBI in Passport Case: শিলিগুড়ি ও গ্যাংটক-সহ একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই-এর আলাদা আলাদা দল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এক জনকে। সঙ্গে আরও একজনকে আটক করেছে সিবিআই। আর সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য!
শিলিগুড়ি: এবার পাসপোর্টেও জালিয়াতির (Passport Scam) অভিযোগ। আর এই জালিয়াতির পর্দাফাঁস করতে এবার আসরে নেমেছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আলাদা আলাদা টিম পশ্চিমবঙ্গ ও সিকিমের মোট ৫০টি জায়গায় অভিযান চালাচ্ছে। শিলিগুড়ি ও গ্যাংটক-সহ একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই-এর আলাদা আলাদা দল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এক জনকে। সঙ্গে আরও একজনকে আটক করেছে সিবিআই। আর সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য! দাবি মতো ঘুষের টাকা পৌঁছে দিলেই মিলে যাচ্ছিল ভুয়ো নথির ভিত্তিতে জাল পাসপোর্ট।
সিবিআই-এর তদন্তকারী অফিসারদের হাতে গ্রেফতার হয়েছেন গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট। নাম গৌতমকুমার সাহা। একইসঙ্গে দিপু ছেত্রী নামে একজনকে আটকও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দিপু পাসপোর্ট জালিয়াতি চক্রের একজন এজেন্ট বা মিডলম্যান হিসেবে কাজ করত বলে জানা যাচ্ছে। ওই ব্যক্তি গৌতমকুমার সাহারে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, পার্সপোর্ট জালিয়াতি সংক্রান্ত এই মামলাটি ভিন রাজ্যের। সম্প্রতি সিবিআই-এর তরফে এই মামলায় ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। সেই সূত্র ধরেই পশ্চিমবঙ্গ ও সিকিম মিলিয়ে মোট ৫০ জায়গায় একসঙ্গে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, গত সন্ধে থেকে চলছে তল্লাশি অভিযান। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকায় একটি বাড়িতেও হানা দিয়েছে সিবিআই । এর পাশাপাশি দার্জিলিঙেও তল্লাশি অভিযান চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, টাকার বিনিময়ে নকল নথি ব্যবহার করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার একটি চক্র ছড়িয়ে রয়েছে। সেই সূত্র ধরেই জায়গায় জায়গায় এই অভিযান সিবিআই-এর।
এদিকে হাওড়ার উলুবেড়িয়াতেও হানা দিয়েছে সিবিআই-এর একটি টিম। সেখানে উলুবেড়িয়া ১ ব্লকের মহিষালি গ্রাম থেকে শেখ শাহানুর নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে তুলে নিয়ে যায় সিবিআই।