Siliguri: মহিলা-নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ, পুজোয় থাকবে ‘পিঙ্ক ভ্যান’

Siliguri: বৃহস্পতিবার পুজো নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে। শিলিগুড়ির সমস্ত পুজোমণ্ডপগুলিকে নিয়ে এই বৈঠক হয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। মূলত এই বৈঠকের মধ্য দিয়ে পুজোর সময় পুজো উদ্যোক্তাদের কী কী করণীয়, সেই বিষয়টি তুলে ধরা হয়।

Siliguri: মহিলা-নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ, পুজোয় থাকবে 'পিঙ্ক ভ্যান'
পুলিশের বৈঠক।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2024 | 10:24 AM

শিলিগুড়ি: আরজি করকাণ্ডের আবহে নারী-নিরাপত্তা নিয়ে আবারও জোরাল সওয়াল উঠছে। সামনেই পুজোর মরসুম। কোনওভাবেই নারীনিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। পুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যান চালু করা হচ্ছে।

চালু করা হচ্ছে পিঙ্ক ভ্যান। পুজোর শহরে টহল দেবে এই গাড়ি। পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার এবং সাতজন মহিলা পুলিশ কনস্টেবল। মূলত এই পিঙ্ক ভ্যান পুজোর দিনগুলো শহর শিলিগুড়ির আনাচে কানাচে পৌঁছে যাবে।

এছাড়াও নারী নিরাপত্তার কথা মাথায় রেখে চালু করা হচ্ছে বিশেষ অ্যাপ। প্রত্যেকবারের মতো পুলিশের তরফে বিশেষ নজরদারি চালানো হবে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে। থাকবে সাদা পোশাকে পুলিশ কর্মীরা।

বৃহস্পতিবার পুজো নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে। শিলিগুড়ির সমস্ত পুজোমণ্ডপগুলিকে নিয়ে এই বৈঠক হয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। মূলত এই বৈঠকের মধ্য দিয়ে পুজোর সময় পুজো উদ্যোক্তাদের কী কী করণীয়, সেই বিষয়টি তুলে ধরা হয়।

বৈঠকে শেষে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার বলেন, “সব বিভাগকে নিয়ে বৈঠক হল। আমরা এবার পুজোয় পিঙ্ক মোবাইল ভ্যান রাখব। সরকার একটা অ্যাপও আনছে নিরাপত্তার জন্য।”