CPIM: অশোকের নেতৃত্বে বামেদের মিছিলে ধুন্ধুমার শিলিগুড়িতে, ভাঙল পুলিশের ব্যারিকেড
CPIM: বামেদের মিছিলে ধুন্ধুমার শিলিগুড়িতে। পুলিশের সঙ্গেও ব্যাপক ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।
শিলিগুড়ি: ফের বামেদের মিছিলে ধন্ধুমার। সিপিএমের (CPIM) পৌরনিগম অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার শিলিগুড়িতে (Sliguri)। এদিন ন্যূনতম নাগরিক পরিষেবা, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদে দূর্নীতি, উন্নয়নের নামে বর্তমান পৌর বোর্ডের মিথ্যা প্রতিশ্রুতি ও অনুন্নয়ন সহ একাধিক অভিযোগে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও অভিযান কর্মসূচি করে দার্জিলিং জেলা সিপিএম(CPM)। এই অভিযানকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পৌরনিগম চত্বরে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya), জেলা সিপিএম সম্পাদক সমন পাঠক সহ বহু সিপিএমের কর্মী সমর্থকরা।
তবে বিক্ষোভকারীদের ঠেকাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। শিলিগুড়ি পৌরনিগমের চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে পুলিশ। মোতায়েন হয়েছিল প্রচুর পুলিশ কর্মী। অভিযান চলাকালীন পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এরপর পৌরনিগমের মূল গেট ভেঙে ঢুকে পড়েন সিপিএমের কর্মী সমর্থকরা। সেখানেও ফের ব্যারিকেড ফেলা হয় পুলিশের তরফে। সেটিও ভেঙে ফেলেন বাম কর্মী-সমর্থকরা। পুলিশ বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। এরপরেই বিক্ষোভকারীদের বাগে আনতে আরও পুলিশ পাঠানো হয় শিলিগুড়ি থানা থেকে। বাম কর্মী সমর্থকদের শান্ত হতে লাগাতার মাইকিংও করা হতে থাকে পুলিশের তরফে। এমনকী আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশের তরফে।
যদিও পুলিশের হুঁশিয়ারিতে বিশেষ পাত্তা না দিয়ে কাতারে কাতারে বাম কর্মী-সমর্থকদের পৌর নিগমের গেট দিয়ে ঢুকতে দেখা যায়। বামেদের মিছিল সম্পর্কে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, “যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন শুনলাম তাঁর নেতৃত্বেই তো ৪০ বছর ধরে পুরনিগম চলেছে। ৬ মাসের মধ্যে পুরসভা এত তাড়াতাড়ি ব্যর্থ হয়ে গেল! উনি তো একজন দায়িত্ববান নাগরিকও বটে। কিন্তু যেভাবে হকি স্টিক নিয়ে আজ মিছিল হল সেটা কতটা শোভা পায়? আসলে সিপিএম শূন্য চলে গিয়েছে। তাই হতাশা থেকে এসব করছেন ওরা। এসব করে কিছু হবে না।”