Siliguri Land Smuggling: বিক্রি হচ্ছে নদী চর, পাড় থেকে তৈরি হয়েছিল তিরিশ লক্ষের সেতুও, তারপর…
Darjeeling:
শিলিগুড়ি: জমি মাফিয়াদের দৃষ্টিতে এবার নদীর পলি জমে তৈরি হওয়া চর! মোটা টাকার বিনিময়ে সেই চর বিক্রিও করা হচ্ছে ‘ক্রেতা’র কাছে। এমনকী দর বাড়াতে তৈরি করে নেওয়া হয়েছিল পৌঁছানোর জন্য মজবুত সেতুও। যার খরচ আনুমানিক প্রায় তিরিশ লক্ষ টাকা। সম্প্রতি এহেন ঘটনাই সামনে এসেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম পঞ্চায়েত এলাকায়। সাহু নদীর চরে প্লট করে তা লক্ষ লক্ষ টাকার বিক্রির কারবার ফেঁদে বসেছে মাফিয়ারা বলে অভিযোগ উঠেছে। যদিও খবর পেয়েই সেতুটি ভেঙে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে।
পঞ্চায়েতের দাবি, কোনও একটি দল নয়, জমি মাফিয়ার দলে রয়েছেন সব পক্ষের সদস্যই। দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় নাব্যতা কমেছে শিলিগুড়ি সংলগ্ন সাহু নদীর। পলি জমে বিভিন্ন জায়গায় জেগে উঠেছে নদী চর। জল সরিয়ে জেগে ওঠা সেই চরেই ‘দৃষ্টি’ শিলিগুড়ি ডাবগ্রামের জমি মাফিয়াদের। স্থানীয় সূত্রের খবর, ভুয়ো কাগজপত্র দেখিয়ে আগ্রহী ক্রেতাদের কাছে লক্ষ-লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে সেগুলি। তৈরি করে দেওয়া হচ্ছে জাল দলিল! তবে রমরমা এই কারবার সমস্যা দেখা দেয় নদী পাড় থেকে চর পর্যন্ত পৌঁছানোয়।
তাই তিরিশ লক্ষ ব্যয় করে তৈরি হয়েছিল সেতুও, অভিযোগ এমনটাই। এদিকে, সবকিছু দেখেও একপ্রকার বাধ্য হয়েই চুপ ছিলেন এলাকাবাসীও। কারণ নদী পেরোনোর জন্য ব্রিজের বহু দাবি স্বত্ত্বেও প্রশাসন কোনও ব্যবস্থাই নেয়নি। ফলে মাফিয়াদের তৈরি সেতুই হয়ে উঠেছিল ‘মসীহা’। তবে শেষমেশ বেআইনি কার্যকলাপ এর খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে ভেঙে দেয় সেই সেতু। যদিও দেখা মেলেনি জমি মাফিয়াদের। তবে
এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান দাবি করেন, সমস্ত দলের সদস্য রয়েছেন এই জমি মাফিয়াদের দলে। প্রত্যেকেই এলাকার। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, প্রশাসনের অলক্ষ্যে আস্ত একটি সেতু তৈরি হল কীভাবে? উত্তর মেলেনি এই প্রশ্নের। তবে ডাবগ্রাম ও ফুলবাড়িতে জমির মাফিয়াদের দাপট নতুন কিছু নয়। বহুবার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যার ফলস্বরূপ বিধানসভা ভোটে ওই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।
আরও পড়ুন: Purba Rail School: আগামী শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তি বন্ধে নোটিস, বন্ধ হচ্ছে একাধিক স্কুল