COVID-19: শিলিগুড়িতে কোভিড পজিটিভ তিন বছরের শিশু, উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি

Covid 19: আজ দেশজু়ড়ে কোভিড হাসপাতালগুলিতে মক ড্রিল হবে।

COVID-19: শিলিগুড়িতে কোভিড পজিটিভ তিন বছরের শিশু, উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি
কোভিড আক্রান্ত তিন বছরের শিশু।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 9:53 AM

শিলিগুড়ি: স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে মঙ্গলবার দেশজুড়ে কোভিড (Covid-19) হাসপাতালে মকড্রিলের আয়োজন করা হচ্ছে। এরইমধ্যে বাংলার এক তিন বছরের শিশুর কোভিড পজিটিভের খবর প্রকাশ্যে এসেছে। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি একটি ল্যাব থেকে আরটিপিসিআর করানো হয় ওই শিশুর। তার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নমুনা পাঠানো হচ্ছে জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য। জানা গিয়েছে, জ্বরের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিন বছরের ওই শিশুকে। Rapid Antigen Test করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু পরিবার একটি বেসরকারি ল্যাব থেকে আরটিপিসিআরও করায়। তাতে রিপোর্ট পজিটিভ আসে।

মেডিক্যাল কলেজ সূত্রে খবর, যেহেতু কোভিড নিয়ে নতুন করে একটা আশঙ্কা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় ওই শিশুকে বিশেষ নজরে রাখছে তারা। এই শিশু কোভিডের কোনও ভ্যারিয়েন্টে আক্রান্ত তা জানতে জেনোম সিকোয়েন্সিংয়ের চিন্তাভাবনাও করা হচ্ছে। শিশুর পরিবারকে আপাতত আইসোলেশনে থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসনের তরফে খবর, প্রয়োজন মনে হলে নমুনা পরীক্ষা করানো হবে শিশুর পরিবারের সদস্যদেরও। উপসর্গ থাকায় পাঁচদিন ধরে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রাখা হয়।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ২টি কোভিড ব্লক রয়েছে। এর মধ্যে ব্লক ২ হাই ডিপেন্ডেন্সি ইউনিট। গত এক দেড় বছর ধরে এই কোভিড ব্লক কার্যত ফাঁকা। কোভিড আক্রান্ত রোগী সেভাবে আসেনি। কিন্তু নতুন করে বিশ্বের একাধিক দেশে কোভিড মাথাচাড়া দেওয়ায় প্রস্তুতি নিচ্ছে এই হাসপাতালও। এখানে মঙ্গলবার মকড্রিল হবে। সকাল সকালই আধিকারিকরা এসে পৌঁছেছেন হাসপাতালে। এই ব্লকগুলিতে একাধিক যন্ত্রপাতি রয়েছে। বাইপ্যাপ, ভেন্টিলেটর, মেডিক্যাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। তবে সেগুলি এই মুহূর্তে কতটা কার্যকরী, মকড্রিলে দেখা হবে সেগুলিই। মেডিক্যাল ইঞ্জিনিয়াররা এসে যন্ত্রপাতি পরীক্ষা করবেন। রিপোর্টও জমা দেবেন তিনি।

রাজ্যের বিভিন্ন হাসপাতালে কোভিড ওয়ার্ড রোগীশূন্য দীর্ঘদিন। এই পরিস্থিতিতে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে কোভিড রোগী ভর্তির প্রক্রিয়া যাতে মসৃণ ভাবে হয় তা সুনিশ্চিত করতে মঙ্গলবার সারা দেশ জুড়ে প্যান মক ড্রিলের আয়োজন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।